কুমিল্লায় এগিয়ে আবাহনী


কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে চলছে মোহামেডান ও আবাহনীর মধ্যেকার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। দেশের দুই জনপ্রিয় ক্লাবের ম্যাচটিতে চলছে বিরতি।

বিরতি পর্যন্ত আবাহনী এগিয়ে আছে ২-১ গোলে। ১৪ মিনিটে ব্রাজিলের তোরেসের গোলে এগিয়ে যায় আবাহনী। তিন মিনিট পরই মোহামেডানকে ম্যাচে ফেরান মালির সোলেমান দিয়াবাতে।

আবাহনী আবার এগিয়ে যায় ৩৩ মিনিটে। গোল করেন জুয়েল রানা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent