নারী লিগ থেকে বহিস্কার কাচিঝুলি স্পোর্টিং ক্লাব

শেষ পর্যন্ত নারী প্রিমিয়ার ফুটবল লিগ থেকে বাদ দেয়া হলো ময়মনসিংহের দল কাচিঝুলি স্পোর্টিং ক্লাবকে। টানা তিন ম্যাচ না খেলায় দলটির বিরুদ্ধে কঠোর এই সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

নাসরিন স্পোর্টস একাডেমি, বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলেনি কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে মাঠে এলেও খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা না করানোয় তাদের খেলতে দেয়া হয়নি। পরের দুই ম্যাচে তারা মাঠেই আসেনি।

টানা ৩ ম্যাচে প্রতিপক্ষকে ওয়াকওভার দেয়ার পর বাফুফে থেকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল ক্লাবটিকে। তারপর ডিসিপ্লিনারি কমিটি বুধবার সভা করে দলটিকে লিগ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়।

কাচিঝুলি বাদ হওয়ায় এখন নারী লিগের দল থাকল ৭ টি। যে দলগুলোর কাচিঝুলির সঙ্গে ম্যাচ বাকি ছিল তারা এখন ৩-০ গোলে বিজয়ী বলে গণ্য হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent