নিজস্ব প্রতিবেদক : ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার, ৩:৩৯:১৪
জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার মাগুরা জেলা সহজ জয় পেয়েছে।
পটুয়াখালী স্টেডিয়ামে তারা ৫-০ গোলে স্বাগতিক পটুয়াখালী জেলাকে পরাজিত করে।
বিজয়ী দলের অর্পিতা বিশ্বাস ১ ও ১৫ মিনিটে দু’টি, ইশিতা বাড়ৈ মুন্নি ৪ ও ৯ মিনিটে দু’টি এবং রিমা ৭ মিনিটে একটি গোল করেন।
Rent for add