ভোলা, পিরোজপুর সিরাজগঞ্জের জয়

বিএফএফ-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ট্যালেন্ট হান্টে রাজশাহীতে সিরাজগঞ্জ জেলা ১-০ গোলে গাইবান্ধা জেলাকে পরাজিত করে।

এদিকে পটুয়াখালীতে পিরোজপুর জেলা ১-০ গোলে হারিয়েছে বরগুনা জেলাকে।

অপরদিকে একই ভেন্যুতে ভোলা জেলার কাছে ৩-০ গোলে হেরেছে ঝালকাঠি জেলা।
বিজয়ী দলের রুবি ১৬ ও ৪১ মিনিটে দু’টি এবং মিম ২৮ মিনিটে একটি গোল করেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent