বাসস : ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ২১:৩১:৩৮
দুই মাসের গোল খরা কাটিয়ে লিস্টার সিটির জয়ে ভূমিকা রেখেছেন জেমি ভার্ডি। প্রিমিয়ার লিগের ম্যাচে বৃহস্পতিবার ওয়েস্ট ব্রুমকে ৩-০ গোলে হারিয়েছে তার দল। এতে পয়েন্ট তালিকার শীর্ষ চারের অবস্থানকে সংহত করল লিস্টার সিটি।
শীর্ষ আসরের আগের দুই ম্যাচে পরাজিত হবার পর কিছুটা ছন্ন ছাড়া হয়ে পড়েছিল ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। তবে কিং পাওয়ার স্টেডিয়ামে আক্রমণাত্মক পারফরম্যান্সের মাধ্যমে একেবারেই কোনঠাসা করে ফেলে নিষ্প্রভ সফরকারীদের।
ভার্ডি, জনি ইভানস ও কেলেচি ইহিয়ানাচোর প্রথমার্ধের গোল তিনটি দ্বিতীয়ার্ধে পাহাড়ের মত পথ রোধ করে দাঁড়ায় ওয়েস্ট ব্রুমের। এ জয় পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে থাকা লিস্টার সিটিকে চতুর্থস্থানে থাকা চেলসির সঙ্গে চার পয়েন্টের ব্যবধান এনে দিয়েছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে আগের মৌসুমের হতাশা কাটাতেও সক্ষম হবে লিস্টার।
Rent for add