জাতীয় দলের জন্য কেউ বিবেচিত হননি

ট্রায়াল শেষে প্রবাসী ফুটবলারদের সনদপত্র ও উপহার সামগ্রী দিয়েই বিদায় জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আনুষ্ঠানিক কোনো ফলাফল ঘোষণা করেনি। তিনদিনব্যাপি এই ট্রায়াল শেষে সবার একটা তথ্যই জানার আগ্রহ ছিল, এই ট্রায়াল থেকে জাতীয় দলের হয়ে খেলার মতো কোনো ফুটবলারকে পাওয়া গেছে কি না।

সোমবার বিকেল থেকেই সবার প্রশ্ন, তিনদিনব্যাপি অনুষ্ঠিত এই ট্রায়াল থেকে কী পেয়েছে বাফুফে?

মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু ট্রায়ালের বিষয়টি বর্ণনা করেছেন। সেখান থেকে প্রাপ্তি কী, তাও জানিয়েছেন।

বাফুফে আগেও বলেছিল, ট্রায়ালের পর তারা সবার তথ্য সংগ্রহ করে পর্যবেক্ষণ করবে এবং কাউকে ডাকার প্রয়োজন হলে তাকে জানিয়ে দেওয়া হবে। এবারও সংবাদ সম্মেলনে সে বিষয়টির পুনরাবৃত্তি করেছেন সাইফুল বারী টিটু।

তিনি জানিয়েছেন, তারা এখনো ভিডিওগুলো দেখেননি। তারপরও কয়েকজন তরুণ ফুটবলারের নৈপূণ্য বিবেচনায় রাখছেন।

আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচে হামজা চোধুরী-শামিত সোমদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার মতো যোগ্য ফুটবলার এই ট্রায়ালে দেখা গেছে কি না, এমন প্রশ্নের জবাবে টেকনিক্যাল ডাইরেক্টর সরাসরি বলেছেন, যে ৪৯জন ফুটবলার ট্রায়াল দিয়েছেন, তাদের মধ্যে জাতীয় দলে খেলার মতো যোগ্য কাউকে পাওয়া যায়নি। জাতীয় দলের জন্য কেউ বিবেচিত হননি। তবে বয়সভিত্তিক; বিশেষ করে অনূর্ধ্ব-১৯ ও অনুর্ধ-২৩ দলের জন্য দুই একজনকে ডাকা যেতে পারে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent