নিজস্ব প্রতিবেদক : ১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১৮:৫০:০৪
বসুন্ধরা কিংস এএফসির নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ লিগে এবার সরাসরি গ্রুপ পর্বে খেলবে। সপ্তাহ দুয়েক আগে হয়ে গেছে গ্রুপ পর্বের ড্র। যেখানে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। গ্রুপে কিংসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব এবং ভুটানের পারো এফসি। গ্রুপের সব ম্যাচ হবে ভুটানে।
চূড়ান্ত হয়ে গেছে সূচি। ২৬ অক্টোবর নেজমেহ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে ভ্যালেরি তিতার দল। ২৯ অক্টোবর প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল এবং ১ নভেম্বর খেলবে স্বাগতিক পারো এফসির বিপক্ষে।
চ্যালেঞ্জ লিগে অংশ নিচ্ছে দুই জোনের ১৮টি দল। বসুন্ধরা কিংস আছে পশ্চিম জোনে। যেখানে তিন গ্রুপে লড়বে ১২ দল। পূর্ব জোনে আছে ছয়টি দল।
পশ্চিম জোনের তিন গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা রানার্স আপ খেলবে সেমিফাইনাল, যেটি আসলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। কারণ পূর্ব জোনেও (মূলত আসিয়ান অঞ্চল) চারটি দল খেলবে সেমিফাইনাল। দুই জোনের দুই চ্যাম্পিয়ন দল শেষ পর্যন্ত লড়বে আসরের ফাইনালে।
Rent for add