স্পোর্টস ডেস্ক : ২৪ জুন ২০২৪, সোমবার, ২৩:০৫:১৪
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় কোপা আমেরিকায় প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। সে সঙ্গে নবযাত্রা শুরু হবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। সূত্র: জাগোনিউজ২৪.কম
রেনালদো, রোনালদিনহো, কাকাদের প্রজন্ম বিদায়ের পর যখন তারকাখরায় ভুগছিলো ব্রাজিল, তখন চন্দ্রোদয়ের মতো উদিত হয়েছিলেন নেইমার। অমিত প্রতিভা, অসাধারণ স্কিল নিয়ে ফুটবল দুনিয়াকে মাত করেছেন তিনি। মেসি-রোনালদোদের সঙ্গে উচ্চারিত হচ্ছিলো তার নাম। যদিও খামখেয়ালিপনায় অমিত সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছেন তিনি নিজেই।
তবুও, গত প্রায় এক দশক ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার। তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছিলো সেলেসাওদের ফুটবল দল। সেই নেইমার এবার নেই। ইনজুরির কারণে এবার কোপা আমেরিকার বাইরে নেইমার জুনিয়র।
শুধু তাই নয়, কাতার বিশ্বকাপের পর ঠিক নিজেদের নাম-পরিচয় হারিয়ে ফেলা ব্রাজিলের ডুবন্ত তরীর হাল ধরার চেষ্টা করছেন কোচ দরিভাল জুনিয়র। তার অধীনে, নেইমারকে ছাড়া একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে নবযাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিল ফুটবল।
এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ কোস্টারিকা। ম্যাচের আগেরদিন সংবাদ মাধ্যমের সামনে নিজের এবং দলের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ দরিভাল। তিনি জানিয়েছেন ২০২৬ আমেরিকা বিশ্বকাপের আগে দলকে সার্বিকভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। তারই প্রথম ধাপ হতে চলেছে চলতি কোপা।
দরিভাল বলেছেন, ‘তারুণ্যে বিশেষ গুরুত্ব দিয়ে ব্রাজিল দল তৈরি হয়েছে, তাকে ধারালো করে তুলতে ধাপে ধাপে এগোতে হবে। দুই বছর পরেই রয়েছে বিশ্বকাপ। তার আগে ব্রাজিল যাতে নিজেদের সবদিক থেকে তৈরি করে ফেলতে পারে, সেদিকে নজর রেখেই কোপা আমেরিকায় আমি কিছু বিষয় দেখে নিতে চাই।’
কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে হারিয়েছিল মেক্সিকোকে। আয়োজক আমেরিকার সঙ্গে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। দরিভাল মনে করেন, কাতার বিশ্বকাপের পরে ব্রাজিল ফুটবলে যে সাময়িক ছন্দহীনতা ধরা পড়েছিল, তার চেয়ে এখন পরিস্থিতি অনেকটাই উন্নত।
তিনি বলেন, ‘নতুন মুখদের ফুটবল আমি উপভোগ করছি। ওদের মানসিকতা বুঝতে চাইছি। এটা জোর দিয়ে বলাই যায়, এই ব্রাজিল দলের ফুটবলারদের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। ওরা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম। এই কোপায় তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে।’
তরুণ ব্রাজিলের অন্যতম বড় মুখ ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারিগরকে চলতি কোপায় বাড়তি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন কোচ।
তিনি বলেছেন, ‘ভিনি কী মানের ফুটবলার, সেটা সবাই জানে এবং রিয়ালের হয়ে গত মৌসুমে সে তা প্রমাণও করেছে। আমি ভিনির মতো ক্ষিপ্র এবং তরতাজা ফুটবলার চাই, যে মাঠে নেমে প্রতিপক্ষকে ক্রমাগত চাপের মধ্যে রেখে দেওয়ার কাজ করবে।’
সঙ্গে যোগ করেন, ‘রিয়ালের খেলার সঙ্গে ব্রাজিল ফুটবলের ধরনের বেশ সাদৃশ্য রয়েছে। তাই ভিনিকে নতুন করে কিছু বোঝানোর দরকার পড়বে না। ওকেই এই নতুন দলের মূল দায়িত্ব নিতে হবে। আশা করি, ভিনি সেই দায়িত্বেও নিজেকে প্রমাণ করবে।’
প্রশ্ন উঠেছে, চোট পেয়ে আপাতত মাঠের বাইরে থাকা নেইমারকে কি তাহলে ফিরে আসার সুযোগ দিতে নতুন কোচ রাজি নন? দরিভাল বলেছেন, ‘নেইমার ব্রাজিল ফুটবলের সম্পদ। তবে এখন চাই বড়মাপের একটা পরিবর্তন এবং সংস্কারের। সেখানে নেইমারকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়েই আমাকে কৌশল ঠিক করতে হবে। এই মুহূর্তে নেইমার আমার ভাবনায় নেই। ২০২৬ সালের বিশ্বকাপে হারানো গৌরব ফেরাতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে। এই তারুণ্যে ভরা ব্রাজিলের প্রতি অগাধ আস্থা রয়েছে আমার।’
ব্রাজিল কোচ এও জানিয়েছেন, প্রথাগত ব্রাজিলীয় ঘরানা ছেড়ে তিনি নতুন আঙ্গিকে দলকে খেলাতে চান। বলেছেন, ‘ব্রাজিল ফুটবলে পাসিং একটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার প্রাসঙ্গিকতা এখনও রয়েছে, তবে যেহেতু সার্বিকভাবে বিশ্ব ফুটবলের ধরন পাল্টেছে, তাই আমাকেও তার সঙ্গে মানিয়ে নিতে হবে।’
দরিভাল যোগ করেন, ‘উইং দিয়ে আক্রমণের সঙ্গে মাঠে অনেকটা ফাঁকা জায়গা তৈরি করে প্রতিপক্ষকে চাপে রাখার উপরে এখন সাফল্য নির্ভর করে। ফুটবলাররা যাতে স্বাধীনভাবে নিজেদের ফুটবল খেলতে পারে, সেই সুযোগ দিতে হবে। মেক্সিকোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আমরা সেই পদ্ধতিতে খেলেছি। নতুনত্ব দেখা গেছে খেলায়। কোস্টারিকার বিরুদ্ধে সেই কৌশল থাকবে।’
Rent for add