মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান ইব্রাহিমোভিচ

এসি মিলান ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ বলেছেন শেষ পর্যন্ত বিশ্বকাপের আকর্ষণীয় শিরোপাটি মেসির হাতে দেখতে চান তিনি। দুবাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন সুইডিশ ওই তারকা।

৩৫ বছরে পদার্পণ করা মেসির জন্য এটিই হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ইতোমধ্যে কাতারের এই বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়েছে ফেভারিটের তালিকায় থাকা ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও স্পেনের মতো দলগুলো। ফলে ১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার জন্য প্রাণপণ চেস্টা করবে আর্জেন্টাইনরা।

দুবাইয়ে এসি মিলান সতীর্থদের সঙ্গে শীতকালীন ট্রেনিং ক্যাম্পে আসা ইব্রাহিমোভিচ বলেন,‘আমার মনে হয় শিরোপা কে জয় করবে সেটি ইতোমধ্যে লেখা হয়ে গেছে। আপনারা নিশ্চয় বুঝে গেছেন আমি কার কথা বলছি। আমার মনে হয় মেসিই এবার বিশ্বকাপের শিরোপা জয় করবেন। এটি ইতোমধ্যে লেখা হয়ে গেছে।’

সুইডেনের হয়ে ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে অংশ নেয়া ইব্রা বিষয়টি আরো ব্যাখ্যা করে বলেন, তবে তার বিশ্বাস মেসির জয় অনিবার্য।

প্রথমবারের মতো আরব বা আফ্রিকান কোন দল হিসেবে মরক্কোর সেমিতে পৌঁছানো প্রসঙ্গে ইব্রা বলেন,‘আমি মনে করি না এটি বিষ্ময়কর কোন ঘটনা। কারণ বিশ্বকাপের আগে থেকেই জানতাম তারা একটি ভাল দল। আর বিশ্বকাপে যে কোন কিছুই ঘটতে পারে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent