বাসস : ১২ নভেম্বর ২০২২, শনিবার, ২২:১৪:৪৬
নেদারল্যান্ডের বিশ্বকাপ দলে বিস্ময়করভাবে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক জাসপার সিলিসেনের। শুক্রবার কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ডাচ কোচ লুইস ফন গাল।
৩৩ বছর বয়সী সিলিসেন বিশ্বকাপকে সামনে রেখে আরো বেশি ম্যাচ খেলার লক্ষে আগস্টে ভ্যালেন্সিয়া থেকে নিজের পুরনো ক্লাব এনইসি নিমেগেনে যোগ দেন। কিন্তু শেষ পর্যন্ত ফেয়েনুর্ডের জাস্টিন বিলো ও আয়াক্সের রেমকো পাসভিরের কাছে তাকে জাতীয় দলের জায়গা হারাতে হয়েছে। এছাড়া তৃতীয় গোলরক্ষক হিসেবে ডাচ লিগের ক্লাব হিরেনভিনের আন্দ্রিয়েস নোপাার্টের অন্তর্ভূূক্তি অনেককেই বিস্মিত করেছে।
ফন গাল জানিয়েছেন তারকা স্ট্রাইকার মেমফিস ডিপে এখনো ইনজুরি কাটিয়ে সুস্থ হতে পারেননি। সে কারণেই মূল একাদশে তার জায়গা পাওয়া কঠিন।
২০১৩ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল সিলিসেনের। ২০১৪ বিশ্বকাপে ফন গালের অধীনে তৃতীয় হওয়া দলটিতে তিনি এক নম্বর গোলরক্ষক হিসেবে ছিলেন। দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে ফন গাল বলেছেন, ‘আমি জানি না তোমরা সিলিসেনের একটি ম্যাচও দেখেছো কিনা। গত প্রায় কয়েক সপ্তাহ যাবত সে কোন ফর্মেই নেই। এটা বিশ্বকাপ, এখানে আবেগের কোন স্থান নেই।’
জাতীয় দলের হয়ে এ পর্যন্ত সিলিজেন ৬৩টি ম্যাচ খেলেছেন। গত বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের আগে তিনি জাতীয় দলের অনুশীলন
ক্যাম্পে ছিলেন। কিন্তু ঐ সময় কোভিডে আক্রান্ত হওয়ায় তার পরিবর্তে দলে সুযোগ পান অভিজ্ঞ মার্টিন স্টেকেলেনবার্গ। ডাচ গণমাধ্যম জানিয়েছে বাদ পড়ার বিষয়টি জানতে পেরে সিলিসেন বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত মাসে এক সাক্ষাতকারের তিনি কাতারে খেলতে যাবার আশাবাদ ব্যক্ত করেছিলেন।
এ প্রসঙ্গে ফন গাল বলেছেন, তার হতাশ হওয়াটা যৌক্তিক। যার যার প্রতিক্রিয়া ব্যক্ত করার ধরন তার ব্যক্তিগত। অবশ্যই বিষয়টা কঠিন, তবে এখন এটা মেনে নিতে হবে। তবে একই সাথে ডাচ কোচ সিলিসেনের অবদানের প্রশংসা করে বলেছেন সে খুবই পরিশ্রমী।
চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের বাঁধা পেরুতে না পারা নেদারল্যান্ড এবার ভার্জিল ফন ডাইক, মাথিয়াস ডি লিট, ফ্রেংকি ডি জং, স্টিভেন বার্গুইস, স্টিভেন বার্গুইন, কোডি গাকপোদের দিকে তাকিয়ে আছে। সেপ্টেম্বরে নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়া ডিপে এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি। ফন গাল বলেন, ‘তাকে দলে নেয়াটা আমার সিদ্ধান্ত। কারণ এই দলে তার প্রয়োজনীয়তা রয়েছে। শুধুমাত্র ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও সে অনন্য। এ কারণেই আমি তার জন্য জায়গা খোলা রেখেছি।
গ্রুপ-এ’তে সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে নেদারল্যান্ড। চারদিন পর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর ২৯ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক কাতারের মোকাবেলা করবে ডাচরা।
নেদারল্যান্ড স্কোয়াড
গোলরক্ষক : জাস্টিন বিলো, রেমকো পাসভির, আন্দ্রিয়েস নোপার্ট
ডিফেন্ডার : ন্যাথান আকে, ভার্জিল ফন ডিক, মাথিয়াস ডি লিট, জুরিয়েন টিম্বার, স্টিফেন ডি ভ্রিজ, ডিলে ব্লিন্ড, ডেনজেল ডামফ্রাইস, টাইরেল মালাকিয়া, জেরেমি ফ্রিমপং
মিডফিল্ডার : স্টিভেন বার্গুইস, ফ্রেংকি ডি জং, টিয়ান কুপমেইনার্স, ডেভি ক্লাসেন, মার্টিন ডি রুন, জাভি সিমন্স, কেনেথ টেইলর
ফরোয়ার্ড : স্টিভেন বার্গুইন, মেমফিস ডিপে, কোডি গাকপো, ভিনসেন্ট জানসেন, লুক ডি জং, ওট ওয়েগর্স্ট, নোয়া লাং
Rent for add