জেনে নিন বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল সাত দলের নাম

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ৩২টি দেশের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ উপহার দিতে চায় আয়োজক দেশ কাতার। অংশগ্রহণকারী দেশগুলো সামনে এখন একটাই লক্ষ্য- বিশ্বকাপে শিরোপা জয়।

বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় এই ক্রীড়াযজ্ঞে ফুটবল অন্তঃপ্রাণ সমর্থকদের সামনেও সুযোগ আসে নিজের প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়দের নিজ নিজ দেশের হয়ে শতভাগ দেবার চেষ্টাটা পরখ করে দেখার। ক্লাব ফুটবলে যেখানে অনেক তারকাই একে অন্যের প্রতিপক্ষ এখানে আবার তারাই একে অন্যের সতীর্থ, আর আসরটা যেহেতু বিশ্বকাপ উত্তেজনার পারদটাও একটু বেশি।

বিশ্বকাপে যে দলগুলো খেলতে আসে তারা সবাই বিশ্বসেরা বা তার কাছাকাছি পর্যায়ের, এটাই স্বাভাবিক। বাছাইপর্বের কঠিন বাঁধা পেরিয়ে সবাই মূল আসরে আসতে পারেনা। গত দুইবার বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি ইতালি এর জ্বলজ্বলে উদাহরণ।

কিছু কিছু দল এমন কিছু খেলোয়াড়কে জাতীয় দলে পায় যাদেরকে পেতে ক্লাবগুলো প্রতিযোগিতায় নামে। এবারের বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দল কোনটি তা যাচাইয়ের জন্য খেলোয়াড়দের ট্রান্সফার মার্কেট মূল্য যাচাই করা হয়েছে। সেই বিবেচনায় সবচেয়ে ব্যয়বহুল দল হলো ইংল্যান্ড। যদিও ইংল্যান্ড দল এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু সম্ভাব্য দলটিতে তিনজন খেলোয়াড় রয়েছেন যাদের ট্রান্সফার মূল্য ৮০ মিলিয়ন কিংবা তার উপরে। তারা হলেন হ্যারি কেন, ফিল ফোডেন ও জেডন সানচো। পুরো ইংল্যান্ড দলের মূল্য ১.৩৫ বিলিয়ন ইউরো।

বিশ্বকাপে অংশ নেয়া ব্যয়বহুল দলের তালিকা

১. ইংল্যান্ড : ১.৩৫ বিলিয়ন ইউরো

২. ফ্রান্স : ১.১৩৮৫ বিলিয়ন

৩. ব্রাজিল : ১.০৬৪ বিলিয়ন

৪. স্পেন : ১.০৩১ বিলিয়ন

৫. জার্মানী : ১.০২০৫ বিলিয়ন

৬. পর্তুগাল : ৯৩৮.৫ মিলিয়ন

৭. আর্জেন্টিনা : ৭৬৪.৫ মিলিয়ন

Rent for add

সর্বশেষ নিউজ

for rent