বাসস : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১:০৬:০৩
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছে পিএসজি। মঙ্গলবার পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ-এইচ’র প্রথম ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে পরাজিত করেছে প্যারিসের জায়ান্টরা।
এমবাপ্পের দুটি গোলই ছিল অসাধারণ। পাঁচ মিনিটে নেইমারের সহযোগিতায় আসে প্রথমটি। ২২ মিনিটে দ্বিতীয় গোলটির যোগানদাতা ছিলেন আচরাফ হাকিমি।
বদলী খেলোয়াড় ওয়েস্টন ম্যাককিনির গোলে জুভেন্টাস দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তা কেবল সান্তনার গোল হয়েই থেকেছে। মাত্র কয়েক বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শক্তির জানান দেয়া জুভেন্টাসের তুলনায় এবারের দলটি কিছুটা হলেও শক্তিমত্তা হারিয়েছে। ইনজুরির কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই প্যারিস সফরে এসেছিল জুভেন্টাস। এর মধ্যে পিএসজির সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া অন্যতম। ম্যাচে সমতা ফেরানোর মতো স্ট্রাইকারের অভাব লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য এবারের মৌসুমে এমবাপ্পে এ পর্যন্ত ৬ ম্যাচে ৯ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ সাত ম্যাচে করেছেন ৮ গোল।
Rent for add