ঘরের মাঠে বার্সার হারের হ্যাটট্রিক

টানা তৃতীয় ম্যাচে ঘরের মাঠে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বার্সেলোনা। এবার তারা লা লিগায় পরাজিত হয়েছে রায়ো ভায়োকানোর কাছে। টেবিলের মাঝামাঝিতে থাকা রায়ো ক্যাম্প ন্যুতে ১-০ গোলের জয় তুলে নিয়েছে।

এবারের মৌসুমে এনিয়ে সবধরনের প্রতিযোগিতায় ঘরের মাঠে হারের হ্যাটট্রিক পূরণ করলো কাতালান জায়ান্টরা।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর রোববার ক্যাম্প ন্যুর দর্শকরা খেলোয়াড়দের উদ্দেশ্যে দুয়োধ্বনি দিয়েছে। লিগের শেষ পর্যায়ে এসে এ ধরনের হার কোনভাবেই মেনে নিতে পারছেনা বার্সা সমর্থকরা।

বার্সেলোনা অধিনায়ক সার্জিও বাসকুয়েটস বলেছেন, ‘ঘরের মাঠে আমরা কোনভাবেই ছন্দ ফিরে পাচ্ছিনা। আজও ম্যাচের শুরুতেই আমরা গোল হজম করেছি। আর এরপর এর থেকে বেরিয়ে আসাটা কঠিন হয়ে পড়েছিল। এই মুহূর্তে আমরা খুব বাজে অবস্থানে আছি।’

লিগে রায়োর বিপক্ষে এর আগে টানা সাত ম্যাচে জয়ী হয়েছিল বার্সা। কিন্তু রোববার ম্যাচের ৭ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে রায়োর জয় নিশ্চিত হয়। ম্যাচের বাকি সময়টা আধিপত্য ধরে রাখলেও গোলের অভাবে সফল হতে পারেনি স্বাগতিকরা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent