কোপায় কার কি পুরস্কার

২৮ বছর ধরে এমন দিনের অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। ১৬ বছর ধরে এমন দিনের অপেক্ষায় ছিলেন লিওনেল মেসি। অবশেষে আর্জেন্টিনার, মেসির পরম প্রার্থিত সে দিন এসে গেছে। ব্রাজিলেরই মাটিতে নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপাটি ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনারও প্রথম শিরোপা!

অবশেষে আর্জেন্টিনার, মেসির পরম প্রার্থিত সে দিন এসে গেছে। ব্রাজিলেরই মাটিতে নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপাটি ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনারও প্রথম শিরোপা!

তা টুর্নামেন্ট জিতে আর্জেন্টিনা কত টাকা পেল? ব্রাজিলই-বা রানার্সআপ হয়ে কত টাকা পেল? টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কে?

হবেন না-ই বা কেন! ফাইনালে আজ নিজের মতো করে আলো ছড়াতে না পারলেও টুর্নামেন্টে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসি ছিলেন অবিশ্বাস্য! টুর্নামেন্ট সর্বোচ্চ ৪টি গোল করেছেন, তাঁর পাঁচটির চেয়ে বেশি গোল সতীর্থদের দিয়ে করাতে পারেননি আর কেউ। ‘গোল্ডেন বল’-এর দাবিদার আর কে হতে পারতেন!

সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনারই এমিলিয়ানো মার্তিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনার নায়ক আজও ব্রাজিলের বিপক্ষে দু-তিনটি দারুণ সেভ করেছেন। সাত ম্যাচের চারটিতেই জাল অক্ষত রেখে ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন মার্তিনেজ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent