দলের অধিনায়ক সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি

সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ খেলেছিল ২০১৫ সালে। ঢাকায় অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের তিন ফুটবলার জামাল ভূঁইয়া, তপু বর্মন ও সিনিয়র সোহেল রানার। সিঙ্গাপুরের আছেন একজন, যিনি ১০ বছর আগের সেই ম্যাচ খেলেছিলেন। তার নাম হারিস বিন হারুন।

২০০৭ সালে সিঙ্গাপুর জাতীয় দলে অভিষেক হয়েছিল হারিস বিন হারুনের। ১৮ বছরে দেশটির জার্সিতে ১৪১ ম্যাচ খেলে গোল করেছেন ১১টি। তার বয়স এখন ৩৪ বছর।

সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের অধিনায়ক তিনি। ক্লাব ক্যারিয়ারে তিনি দেশে ছাড়াও খেলেছেন স্প্যানিশ তৃতীয় বিভাগের দল হসপিটালেতে এবং মালয়েশিয়ার ক্লাব জোহুর দারুল তাজিমে।

খেলার পাশাপাশি তিনি সংগঠক হিসেবেও ক্যারিয়ার শুরু করেছেন। তবে ছোটখাটোভাবে নন, একেবারে সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনে। নিজ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম সহসভাপতি হারুণ মাঠে জাতীয় দলের নেতৃত্বও দিচ্ছেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent