নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ২২:২০:০৯
দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল বৃহস্পতিবার দেশে ফিরছে। দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন মনিকা-ঋতুপর্ণারা।
আজ বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। একটি সংঘবদ্ধ আক্রমণে তছনছ হয় নেপালি রক্ষণ। বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারছিলেন না নেপালের ডিফেন্ডাররা। মনিকা চাকমা কোনো ভুল করেননি, বল জড়িয়ে দেন নেপালের জালে।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বাংলাদেশ। রক্ষণের ভুলে ৫৬ মিনিটে ম্যাচে সমতা আনেন নেপালের আমিশা কারকি।
সমতায় ফেরার পর বাংলাদেশ আবার এগিয়ে যেতে মরিয়া। বাম দিক থেকে ঋতুপর্না চাকমা বারবার বল ফেলছিলেন নেপালের গোলমুখে। ৮১ মিনিটে তিনি বাম দিক দিয়ে ঢুকে দুর্দান্ত এক শট নেন। যে শট হাতে লাগিয়েও থামাতে পারেননি নেপালের গোলরক্ষক।
বল নেপালের জালে জড়িয়ে যাওয়ার সাথে উল্লাসে ফেঁটে পড়েন সাবিনারা। শেষ পর্যন্ত ওই গোল ধরে রেখে ২-১ ব্যবধান জিতে বাংলাদেশ ধরে রাখে দক্ষিণ এশিয়ার মেয়েদের শিরোপা।
২০২২ সালে এই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
Rent for add