নিজস্ব প্রতিবেদক : ২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২০:১৩:৩৫
দক্ষিণ এশিয়া আর এশিয়ার ফুটবলের পার্থক্যটা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ঠিক একমাস আগে যে দলটি নেপাল থেকে সাফের শিরোপা জিতে এসেছিল সেই দলটি এশিয়া অঞ্চলের লড়াইয়ে পুরোপুরি অসহায়ত্ব দেখালো।
চার ম্যাচের একটি জয় ও একটি ড্র করে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই শেষ করে ঘরে ফিরছে মারুফুল হকের দল। রোববার শেষ ম্যাচে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। তাও সেই দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের বিপক্ষে।
সিরিয়ার কাছে ৪-০ গোলের হার দিয়ে শুরু করে গুয়ামের বিপক্ষে ড্র করেছিল ২-২ গোলে। তৃতীয় ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরেছিল ৪-১ গোলে। চূড়ান্ত পর্বে ওঠার সম্ভবনা শেষ হওয়ার পর শেষ ম্যাচের জয়টি বাংলাদেশের শুধুই সান্ত্বনার।
শক্তিশালী সিরিয়া ও স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে দুই ম্যাচে ভালো কিছু করার সম্ভাবনা ছিল না। তবে সবার প্রত্যাশা ছিল গুয়াম ও ভুটানকে হারিয়ে অন্তত সেরা ৫ রানার্সআপের তালিকায় থাকার সম্ভাবনা বাঁচিয়ে রাখবে বাংলাদেশ। গুয়ামের বিপক্ষে জিততে জিততে ড্র করে সেখানেই শেষ হয়ে যায় সম্ভাবনা।
Rent for add