শনিবার বাফুফের এজিএম, ২৩ কোটি টাকার ঘাটতি বাজেট

প্রায় ২৩ কোটি টাকা ঘাটতি রেখে ২০২৪ সালের খসড়া বাজেট তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামীকাল (শনিবার) বাফুফের বার্ষিক সাধারণ সভায় এ বাজেট আলোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল সকাল ১১টায় শুরু হবে বাফুফের এজিএম। সভাপতির ভাষণ, সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন, আগের সাধারণ সভার কার্যবিবরণী পাঠ, দুইজন কর্মকর্তা নিয়োগ অনুমোদন, বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, ২০২৪ সালের বাজেট উপস্থাপন, ২০২৫-২৬ সালের অডিটর নিয়োগ, নারী লিগের টেবিলের শীর্ষ ৪ ক্লাবকে বাফুফের কাউন্সিলরশিপ প্রদানের বিষয়গুলো থাকছে বাফুফের সাধারণ সভায়।

প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের জন্য বাফুফের আয় ধরা হয়েছে ৩১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা। এই আয়ের উৎস ধরা হয়েছে পৃষ্ঠপোষকতা থেকে ৫ কোটি টাকা, ফিফার অনুদান থেকে ১৩ কোটি ৭৫ লাখ টাকা, এএফসির অনুদান ৫ কোটি ৫ লাখ টাকা, ভেন্যুর বোর্ড বিজ্ঞাপন থেকে ৫০ লাখ টাকা, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন থেকে ১ কোটি ৫০ লাখ টাকা, জাপান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য অনুদান ৫ কোটি টাকা।

আর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৩০ টাকা। প্রস্তাবিত বাজেটে ঘটতি থাকছে ২২ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ৩০ টাকা। ব্যয়ের খাতে উল্লেখযোগ্য খরচ ধরা হয়েছে ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের জন্য (পুরুষ ও নারী এলিট একাডেমি পরিচালনা ব্যয়সহ) ৩৩ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ৩০ টাকা, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য ১০ কোটি ২৫ লাখ টাকা এবং দেশি-বিদেশি কোচ এবং বাফুফের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা বাবদ ৫ কোটি ৫০ লাখ টাকা। সূত্র: জাগোনিউজ২৪.কম

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent