স্পোর্টস ডেস্ক : ২৪ মার্চ ২০২৪, রবিবার, ১৭:৩৫:৩৮
নতুন কোচ ডরিভাল জুনিয়রের হাত ধরে শুরু হয়েছে ব্রাজিল ফুটবলের নতুন অধ্যায়। গতকাল শনিবার রাতে ইংল্যান্ডকে হারিয়ে নতুন বছরের শুভসূচনা করেছে ব্রাজিল। দলের হয়ে একমাত্র গোল করেছেন বিস্ময়বালকখ্যাত এন্ড্ররিক।
দলকে জেতানোর গোলে ইতিহাসে নাম লিখিয়েছেন এন্ড্ররিক। ওয়েম্বলি মাঠে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন এন্ড্ররিক। এ সময় জাতীয় দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করার অন্যরকম অনুভূতি প্রকাশ করেন তিনি। হয়েছেন আবেগাপ্লুতও।
এন্ড্ররিক বলেন, ‘এখানে আমার পরিবার, বান্ধবী ও এজেন্ট আছেন। আমি বেশি চিৎকার করিনি। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করেছিলাম।’
গতকাল ম্যাচের শুরুর একাদশে ছিলেন না এন্ড্ররিক। ম্যাচের ৭১ মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ ডরিভাল। মাঠে নামানোর ৯ মিনিট পরই ইতিহাসগড়া গোলটি করেন ১৭ বছরের এন্ড্ররিক।
ম্যাচের শেষ দিকে গোল করার আরও একটি দারুণ সুযোগ পেয়েছিলেন এন্ড্ররিক। তবে ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডকে পরাস্ত করতে পারেননি তিনি।
ম্যাচ শেষে সেই গোল মিস নিয়েও কথা বলেছেন এন্ড্ররিক। তিনি বলেন, শেষের দিকে এটি আমাকে কিছুটা প্রভাবিত করেছিল, আমার সুযোগ ছিল (গোল করার)। আমি মিথ্যে বলব না। আমি শুধু গোল করার কথা ভাবছিলাম। শুধু এটা নিয়ে চিন্তা করার কারণে ম্যাচ নিয়ে আর ভাবতে পারিনি।’
২০২২ সালের ডিসেম্বরে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রায় ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন এন্ড্ররিক। আগামী মৌসুম থেকেই রিয়ালের জার্সিতে খেলবেন তিনি। স্বদেশি ক্লাব পালমেইরেস থেকে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবটিতে যোগ দেবেন তিনি। সূত্র: জাগোনিউজ২৪.কম
Rent for add