স্পোর্টস ডেস্ক : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ২২:১০:৪৭
ম্যাচের বয়স তখন ৭৪ মিনিট। বসুন্ধরা কিংস ১-০ গোলে পিছিয়ে ভারতের মোহনবাগান সুপার জায়ান্টের বিপেক্ষ। ঠিক তখনই বক্সের মাথায় বল পেয়ে যান কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা। আইভরিকোস্টের দিদিয়েরের বাড়ানো বল থামিয়ে শরীর ঘুরিয়ে দুর্দান্ত শট নেন মিগুয়েল। বল মোহনবাগানের জালে জড়াতেই জেগে উঠেছিল কিংস অ্যারেনা।
গত ৭ নভেম্বর মিগুয়েলের ওই গোলেই সমতায় ফেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ৮০ মিনিটে রবসনের গোলে মোহনবাগানকে ২-১ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে কিংস। যে জয়ে গ্রুপপর্ব টপকিয়ে নকআউট পর্বে ওঠার উজ্জ্বল সম্ভাবনায় দাঁড়িয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
ওই গোলটি এখন এএফসি কাপের গ্রুপ পর্বের চতুর্থ দিনের ম্যাচগুলোতে হওয়া গোলগুলোর সেরা আটের মধ্যে আছে। এএফসির অফিসিয়াল ওয়েবসাইট চতুর্থ দিনের ম্যাচগুলো থেকে সেরা ৮ গোল বাছাই করে দর্শকের ভোটে দিয়েছে। এএফসি তাদের ওয়েবসাইটে ওই গোল আটটির ভিডিও ফুটেজও তুলে দিয়েছে।
আগামীকাল বিকেল ৫ টা পর্যন্ত দর্শক ভোট দিতে পারবে দ্য-এএফসিডটকমে গিয়ে। দর্শকের ভোটেই বিজয়ী হবেন একজন। ভোট শেষ হওয়ার ২৪ ঘন্টা আগে আজ (শনিবার) সন্ধ্যা ৭ টা পর্যন্ত অনেক ব্যবধানে এগিয়েছিলেন কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ওই পর্যন্ত প্রদত্ত ভোটের ৪০ ভাগ পড়েছে মিগুয়েলের গোলে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ শতাংশ ভোট পেয়েছেন চারজন।
তারা হলেন-ওমানের আল নাহদা ক্লাবের ইসাম আল সাবহি, কুয়েতের আল আরাবি ক্লাবের মামাদৌ থিয়াম, মালয়েশিয়ার সাবা এফসির জাফরি ফিরদাউস ও মিয়ানমারের সান ইউনাইটেডের ঝি মিন।
Rent for add