নতুনদের নিয়ে কোচ ছোটনের স্বস্তি

দুর্দান্ত এক জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার ভুটানের বিপক্ষে ৮-০ গোলের আয়েসি জয়ের এই ম্যাচে বাংলাদেশের ১৫ জন খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছে। নতুনদের নিয়ে এমন সুন্দর সূচনায় স্বস্তিতে কোচ গোলাম রব্বানী ছোটন।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষে গোলাম রব্বানী ছোটন বলেন, অনূর্ধ্ব-১৫ নারী দলে একজন ছাড়া সব খেলোয়াড়ই নতুন ছিলেন। তাদের এটি ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। একেবারে নতুন একটি দল কিভাবে মানিয়ে নেয় সেটাই দেখার বিষয় ছিল। প্রথমে নামার পর একটু সমস্যা হয়েছিল; কিন্তু যতো সময় গেছে, তারা খেলার সঙ্গে মানিয়ে নিছে। আমাদের সবচেয়ে ভাল দিক ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচে তারা পরিকল্পনা অনুযায়ী খেলার মধ্যে ছিল।

নতুন মেয়েদের নিয়ে প্রথম ম্যাচ। মেয়েরা কোন চাপে ছিল? কোচের জবাব, আমাদের প্রয়োজন ছিল জয় দিয়ে শুরু করা। সেটা করতে পেরেছি। প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলেই মেয়েরা একটা চাপ অনুভব করেছে। তাই প্রথম পনের-বিশ মিনিট তাড়াহুড়া করেছে। যতো সময় গেছে ততো তারা গুছিয়ে নিয়েছে।

বদলি হিসেবে নেমে ২০ মিনিটে হ্যাটট্রিক করেছেন সুরভি আকন্দ প্রীতি। এ প্রসঙ্গে ছোটন বলেন, আমি তো আগের দিন বলেছি, আমাদের সব খেলোয়াড়ই সমান। যে যখন সুযোগ পাবে সে তখন সেরাটা দেবে। প্রীতি বলেন, কানন বলেন কিংবা পূজা। যে যখন নেমেছে সে চেষ্টা করেছে যার পরিবর্তে নেমেছে তার চেয়ে ভাল খেলার।

আপনি কখনো ভেবেছিলেন ৮ গোলে জিতবেন? এটা আমি কখনো মনে করি না। আমাদের পরিকল্পনা করে নিজেদের সেরাটা খেলতে হবে এবং সুযোগ আসলে কাজে লাগিয়ে জিততে হবে। আমরা সেভাবেই জিতেছি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent