শেষ মুহূর্তে বার্সার জয়


ফ্রেংকি ডি জংয়ের একমাত্র গোলে রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এদিকে এলচের সাথে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ।

মেন্ডিজোরোজাতে ৮৭ মিনিটে ডি জংয়ের গোলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়। পারফরমেন্সের দিক থেকে তেমন একটা ভাল কিছু না দেখালেও অন্তত মূল্যবান তিন পয়েন্ট সংগ্রহ করেছে কাতালান জায়ান্টরা।

ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুপার কাপের সেমিফাইনালে পরাজয়ের পরও আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু আজ জয়ী হয়েও আমরা মোটেই সন্তুষ্ট হতে পারিনি। এখনো আমরা লড়াইয়ে টিকে রয়েছি। এই ম্যাচের ফলাফল আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।’

এদিকে ড্র করায় দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবার সুযোগ নষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে ফরাসী তারকা করিম বেনজেমা পেনাল্টি মিস করেছেন। এরপর দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ে মাঠত্যাগে বাধ্য হয়েছে। ম্যাচ শেষে ১১ মিনিট আগ পর্যন্ত রিয়াল ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল। ৮৮ মিনিটে লুকা মড্রিচের পেনাল্টি এবং ৯২ মিনিটে এডার মিলিটাওয়ের হেডে রিয়ালের কোনমতে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে।

এর আগে ৪২ মিনিটে লুকাস বোয়ের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল সফরকারী এলচে। ৭৬ মিনিটে পেরে মিলার গোলে ব্যবধান দ্বিগুণ হলে পরাজয়ের শঙ্কায় পড়ে রিয়াল।

রিয়াল বস আনচেলত্তি বলেছেন, ‘ম্যাচটি প্রত্যাশা মতো হয়নি। আমরা দুই পয়েন্ট হারিয়েছি। এজন্য মোটেই খুশি হতে পারছিনা। কিন্তু সার্বিকভাবে দেখলে বোঝা যাবে আমরা ভাল অবস্থানেই রয়েছি। কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগের পর এখন আমরা লিগের শীর্ষে অবস্থান করছি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent