গুঞ্জন উড়িয়ে জার্মানিতেই নাগলসম্যান

চলতি মৌসুম শেষে ফের ক্লাব ফুটবলের দায়িত্ব নেবেন জার্মানির জাতীয় দলের কোচ নাগলসম্যান, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল দেশটির ফুটবল অঙ্গনে। বলা হচ্ছিল, থমাস টুখেলের বদলি হিসেবে জার্মানি বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ হবেন নাগলসম্যান। অবশেষে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন জার্মান কোচ।সূত্র: জাগোনিউজ২৪.কম

জার্মানির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নাগলসম্যান। আগামী ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সঙ্গে থাকবেন তিনি। যে কারণে, বায়ার্নে যোগ দেবেন নাগলসম্যান, এমন গুঞ্জন উড়ে গেছে জার্মান ফুটবল অঙ্গন থেকে। আজ শুক্রবার নাগলসম্যানের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

চুক্তি বাড়ানো সম্পর্কিত বিবৃতিতে নাগলসম্যান বলেন, ‘এটি মন থেকে নেওয়া সিদ্ধান্ত। জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে পারা এবং দেশের সেরা খেলোয়াড়দের সাথে কাজ করতে পারাটা অনেক সম্মানের।’

তিনিও আরও বলেন, ‘সফল ও দারুণ পারফরম্যান্সের মাধ্যমে আমাদের পুরো দেশকে অনুপ্রাণিত করার সুযোগ রয়েছে। মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি জয় সত্যিই আমার হৃদয় ছুঁয়েছে।’

‘আমরা একসাথে একটি সফল হোম ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ খেলতে চাই এবং সত্যিই আমার দলকে নিয়ে বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’-যোগ করেন নাগলসম্যান।
চলতি মৌসুম শেষে আর বায়ার্নের কোচ থাকবেন না টুখেল। বায়ার্ন ছাড়াও পরের মৌসুম থেকে বার্সেলোনা ও লিভারপুলের দায়িত্বেও দেখা যাবে নতুন মুখ। ফলে স্বাভাবিকভাবেই বেশি পদ খালি থাকায় নাগলসম্যানেরও জায়গা পরিবর্তনের সম্ভাবনা ছিল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent