কোপায় নেইমারের না থাকাটা হতাশাজনক: মেসি

লিওনেল মেসি ও নেইমার জুুনিয়রের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। ২০২১ সালের কোপা আমেরিকায় মেসির কাছে হেরেও মেসিকেই জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিলেন নেইমার। বার্সেলোনা ও পিএসজিতে খেলেছেনও এক ক্লাবে। তাই কাছের বন্ধুকে কোপায় না দেখতে পেরে হতাশ মেসি। সূত্র: জাগোনিউজ২৪.কম

মার্সেলো তিনেল্লিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘নেইমারের না থাকাটা হতাশাজনক। কিন্তু ব্রাজিলের অনেক খেলোয়াড় আছে। কারণ, তারা প্রতিনিয়ত খেলোয়াড় তৈরি করছে। যদিও নেইমার তাদের দলে নেই, ইনজুরিতে অনেক কঠিন একটি বছর পার করছে সে। কিন্তু তাদের অনেক শক্তিশালী স্কোয়াড রয়েছে। যারা যেকোনো দলকে হারাতে পারে। ব্রাজিলও আর্জেন্টিনার মতো জিততে এসেছে। তারাও এই শিরোপা জেতার অন্যতম দাবিদার।’

আর্জেন্টিনা বর্তমানে সেরা মানলেও অন্যান্য দলকেও ভালো বলছেন মেসি। এবারের কোপা জেতাটা অনেক কঠিন হবে মনে করেন এই মিয়ামি তারকা।

মেসি বলেন, ‘আজকে আমরা বলতে পারি, আমরা সেরা দল। কারণ, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু এর মানে এই না যে আমরা কোপা জিতে গেছি। এবার লড়াই হবে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

মাঝারি দলগুলোও এবার ভালো করতে পারে কোপাতে। তাদের সম্পর্কে মেসি বলেন, ‘ইকুয়েডরের বর্তমানে সোনালি প্রজন্ম দারুণ করছে। উরুগুয়ে, কলম্বিয়ার মতো দলের সঙ্গে জেতাটা অনেক কঠিন হবে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent