যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান

এক সময় আর্জেন্টিনা ও বার্সেলোনার ডিফেন্সের অন্যতম ভরসা ছিলেন হাভিয়ের মাশচেরানো। এখন তার অধীনে খেলছে আর্জেন্টিনার যুব দল। মাশচেরানোর কোচিংয়েই অনূর্ধ্ব-২৩ দল ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট পায়। সেই দলে তিনি লিওনেল মেসিকে খেলানোর জন্য অনেকদিনের অপেক্ষায় আছেন। তবে মেসির সাড়া না মিললেও, নতুন করে আরও পাঁচজন বিশ্বকাপজয়ী ফুটবলার খেলার আগ্রহ দেখিয়েছেন অলিম্পিকে। সূত্র: ঢাকাপোস্ট.কম

নূর্ধ্ব-২৩ বয়সের বেশি তিন ফুটবলার খেলতে পারবেন অলিম্পিকে। সেই তালিকায় শেষ পর্যন্ত মাশচেরানো কাদের বেছে নেন সেটাই দেখার বিষয়। শুরু থেকেই যুব দলটির এই কোচ বলে আসছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি ও আনহেল ডি মারিয়াকে নিয়ে তিনি অলিম্পিক দল গড়তে চান। এরপর সরাসরি না বলে দিয়েছেন ডি মারিয়া, তবে তার দীর্ঘদিনের সতীর্থ মেসি অবশ্য এখনও চূড়ান্ত কিছুই জানাননি।

আর্জেন্টিনার জাতীয় দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, তিনিই সর্বপ্রথম অলিম্পিক দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেন। আকাশী-সাদা জার্সিধারীদের বিশ্বকাপ জেতানোর অন্যতম এই নায়ক বলেছিলেন, ‘যদি আর্জেন্টিনা জাতীয় দলে আমি কোনোকিছু মিস করে থাকি, সেটি হচ্ছে অলিম্পিক গেমসের জয়।’ তবে স্বদেশি সংবাদমাধ্যম ডিরেকটিভি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেই স্থান প্রয়োজনে তরুণদের জন্য ছেড়ে দিতে রাজি বলেও জানিয়ে দেন, ‘তরুণ ফুটবলারদের সবসময় এই সুযোগটা পাওয়া দরকার।’

আলবিলেস্তে দলের তৃতীয় অধিনায়ক নিকোলাস ওটামেন্দি, তিনিও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখেন। তিনি জানান, ‘এটি (অলিম্পিকে খেলা) আমার স্বপ্ন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হাভিয়ের মাশচেরানোর হাতেই।’ দুজন একসঙ্গে আর্জেন্টিনার রক্ষণভাগ সামলেছিলেন এক সময়, সেই সতীর্থ মাশচেরানোর অধীনেই এবার খেলতে চান ওটামেন্দি। একই ইচ্ছার কথা জানিয়েছেন নিকোলাস তালিয়াফিকো, ‘এটি (অলিম্পিকে খেলতে পারা) স্বাভাবিক জীবনের চেয়ে কিছুটা ভিন্ন। এটি খুব সুন্দর বিষয় এবং আমার কখনোই সেখানে খেলার অভিজ্ঞতা নেই। সেখানে নিজেকে দেখতে পারা অনেক সুন্দর ব্যাপার হবে।’

আগামী ২৪ জুলাই থেকে প্যারিসে শুরু হবে অলিম্পিক গেমসের পুরুষদের ফুটবল ইভেন্ট। তবে অলিম্পিক গেমস ফিফার ইভেন্টও নয়। সে কারণে সেখানে আর্জেন্টাইন ফুটবলারদের খেলার ছাড়পত্র পাওয়া কিছুটা কঠিনই বটে। এজন্য জাতীয় দল ছাড়া সংশ্লিষ্ট ক্লাবগুলো থেকেও ছাড়পত্র লাগবে। বিশেষত অলিম্পিকের আগেই যে কোপা আমেরিকার আসর আছে। সবমিলিয়ে লম্বা সময়ের জন্য তাদের ছাড়তে চাইবে না ক্লাবগুলো। ২০ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর বসবে। যা চলবে ১৪ জুলাই পর্যন্ত।

এদিকে, প্রকাশ্যে বা বিভিন্ন সংবাদমাধ্যমে আর্জেন্টিনার হয়ে খেলতে ইচ্ছুক ফুটবলারদের সংখ্যা বেড়ে চলেছে। রদ্রিগো ডি পল, কুটি রোমেরো এবং লাউতারো মার্তিনেজও অলিম্পিকে খেলার ইচ্ছা পোষণ করেছেন। ডি পল বলেন, ‘আমি আছি। তবে এটা আমার ওপর নির্ভর করে না, কারণ এটা ফিফা প্রতিযোগিতা নয় এবং ক্লাবগুলো আমাদের ছেড়ে দিতে বাধ্য নয়।’ লাউতারো মার্টিনেজ বলেছেন, ‘আপনি (মাশচেরানো) যদি আমার ওপর নির্ভর করতে চান তবে আমি সব সময়ই থাকব। এই জার্সি পরার জন্যই আমি কাজ করি। এখানে (জাতীয় দল) থাকার জন্য আমি আমার ক্লাবে আমার সেরাটা দিয়েছি। এই জায়গা সব কিছুর আগে।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent