নিজস্ব প্রতিবেদক : ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২৩:২৪:০৫
মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের প্রস্তুতির জন্য জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প হবে সৌদি আরবে। সবকিছু ঠিক থাকলে ২ মার্চ দল নিয়ে সৌদি যাবেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।সূত্র: জাগোনিউজ
১৭ মার্চ পর্যন্ত সৌদিতে অনুশীলন করে বাংলাদেশ দল চলে যাবে কুয়েতে। সেখানে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি হবে ২১ মার্চ, ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়।
সৌদিতে অনুশীলনের সময় জাতীয় দলকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে ক্যাবরেবার। আজ (মঙ্গলবার) বাফুফে ভবনের সামনের মাঠে সাংবাদিকদের সৌদিতে ক্যাম্প ও তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরার সময় এ কথা বলেছেন কোচ।
তিনি বলেছেন, নতুন কিছু খেলোয়াড়ও তার চোখে পড়েছে। প্রাথমিক ক্যাম্পে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ কয়েকজন খেলোয়াড়ের ডাক পাওয়ার সম্ভাবনার কথাও বলেছেন এই স্প্যানিশ কোচ।
‘আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ের পারফরম্যান্সে খুশি। অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ কয়েকজন খেলোয়াড় আমার তালিকায় থাকতে পারে’-বলেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা।
সৌদিতে অনুশীলন চলাকালীন কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে কোচ বলেন, ‘সেখানে (সৌদিতে) আরও কিছু দলও ট্রেনিং করবে। আমার সেদিকে নজর আছে। কোনো দল রাজি হলে আমরা কমপক্ষে দুটি ম্যাচ খেলার চেষ্টা করবো। আমরা কোনো জাতীয় দলের বিপক্ষেই ম্যাচ খেলার চেষ্টা করবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবো।’
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন খেলেছে এশিয়ান কাপ। সেখানে ফিলিস্তিনের পারফরম্যান্স কেমন ছিল এবং কোনো ম্যাচ দেখেছেন কিনা? এমন প্রশ্নে কোচ বলেন, ‘এবারের এশিয়ান কাপে ফিলিস্তিন খুবই ভালো পারফরম্যান্স করেছে। আমি বলবো তাদের সফল একটি এশিয়া কাপ ছিল।’
‘গ্রুপপর্বে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করেছে এবং হংকংকে হারিয়েছে। প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে দুর্দান্ত লড়াই করেছে চ্যাম্পিয়ন হওয়া কাতারের বিপক্ষে। এক পর্যায় তারা কাতারের বিপক্ষে লিডও নিয়েছিল। শেষ পর্যন্ত কুয়েত ম্যাচ জিতে নেয়। আমরা ফিলিস্তিনের লেভেল কী, তা জানি। আমরাও আমাদের সেরাটা দিয়ে তাদের বিপক্ষে ভালো কিছু করার চেষ্টা করবো।’
ইনজুরিতে থাকা মোরসালিন সম্পর্কে কোচ বলেছেন, ‘এখনো বলতে পারছি না তাকে সৌদিতে নিতে পারবো কিনা। তবে তাকে নেওয়াটা কঠিনই হবে।’
প্রাথমিক দল বেশি বড় হবে না উল্লেখ করে কোচ বলেছেন, ‘আমার প্রাথমিক তালিকা হবে ২৬ থেকে ২৮ জনের মধ্যে। আগামী শুক্র ও শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচ আছে। এই রাউন্ড দেখেই আমি প্রাথমিক দলের তালিকা চূড়ান্ত করবো।’
Rent for add