স্পোর্টস ডেস্ক : ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২৩:১৩:৫৩
বার্সেলোনার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচকে সামনে রেখে ধুকতে থাকা নাপোলি গতকাল কোচ ওয়াল্টার মাজ্জারিকে বরখাস্ত করেছে। তার পরিবর্তে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে নতুন কোচ হিসেবে নিয়োগও দেয়া হয়েছে।বাসস।
ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে এ মৌসুমে দ্বিতীয় কোচ হিসেবে ৬২ বছর বয়সী মাজ্জারি ছাঁটাই হলেন। নভেম্বরে রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাজ্জারি। কিন্তু এরপর থেকে নাপোলিকে টেনে তুলতে পারেনি। বুধবার শেষ ষোলোর প্রথম লেগে স্তাদিও দিয়েগো আরমান্ডো ম্যারাডোনাতে বার্সেলোনাকে আতিথ্য দিবে নাপোলি। কিন্তু তার আগে সিরি-এ লিগ টেবিলের নবম স্থানে নেমে গেছে।
নাপোলি মালিক অরেলিও ডি লরেনটিস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘আমি ডি লরেনটিস পরিবার ও নাপোলির বন্ধু মাজ্জারিকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন একটি মুহূর্ত থেকে তিনি দলকে রক্ষা করতে সাহায্য করেছেন।’
ডি লরেনটিস মৌসুমের শেষ পর্যন্ত কালজোনার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বার্সেলোনার বিপক্ষে তার অধীনেই নাপোলি মাঠে নামবে। নাপোলি প্রধান স্কাই স্পোর্টসে একটি সংক্ষিপ্ত সাক্ষাতকারে আরো বলেছেন, একজন বন্ধুকে ছাঁটাই করা সবসময়ই হতাশার। কিন্তু নেপলসে আমাদের মাঝে মাঝে এমন সিদ্ধান্তও নিতে হয়। নাপোলির সমর্থকরা কিছুটা হলেও ব্যতিক্রম। এখন আমাদেরকে ফ্রান্সেসকো কালজোনাকে সাথে নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।’
Rent for add