লাল শাড়িতে সানজিদা ভালোবাসা দিবসে কলকাতায়

১১ ফেব্রুয়ারি গোয়ায় সেথু এফসির বিপক্ষে ম্যাচের পর লম্বা বিরতি পেয়েছেন সানজিদা আক্তাররা। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ১ মার্চ দিল্লিতে। গোয়া থেকে কলকাতায় ফেরার পর দুই দিন ছুটি পেয়েছেন ইস্টবেঙ্গলের নারী ফুটবলাররা। সে সুযোগে সতীর্থদের সঙ্গে সময়টা ঘুরেফিরেই কাটাচ্ছেন বাংলাদেশ ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তার।

ছুটির মধ্যেই পড়েছে পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবসে কলকাতায় হচ্ছে নানা অনুষ্ঠান। বাংলাদেশের সানজিদা আক্তার কলকাতায় কিভাবে ভালোবাসা দিবস উদযাপন করছেন? ‘আমি এখন আমার দলের অধিনায় তৃশার বাসায় আছি। কলকাতা শহর থেকে ট্যাক্সিতে ঘন্টাঘানেকের পথ। অধিনায়ক আমাকে নিয়ে এসেছেন। ভালোবাসা দিবসে তার মা আমাকে লাল শাড়ি পড়িয়ে দিয়েছেন। আমাকে অনেক খাতির-যত্ন করছেন। তৃশার মা আমাকে অনেক আদর করেছেন। আমি কখনোই ভুলবো না।’

অধিনায়ক তৃশার মা নিশ্চয়ই অনেক খাবার তৈরি করেছেন আপনার জন্য? ‘হ্যাঁ। আসলে আমি তাদের আন্তরিকতা দেখে অবাক। আমি আসবো বলে স্পেশাল আইটেম যেমন-কচুশাঁক-চিংড়ি, মুরগির মাংস, ডাল, সব্জিসহ অনেক কিছু তৈরি করেছেন’-তৃশার বাসায় সবার সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকে ফোনে বলছিলেন সানজিদা।

ইস্টবেঙ্গল ক্লাবের সতীর্থদের মধ্যে তৃশা কি আপনার বেস্টফ্রেন্ড? সানজিদার জবাব, ‘আমার সঙ্গে সবার সম্পর্কই ভালো। তবে অধিনায়ক বলে তার সঙ্গে একটু আলাদা সম্পর্ক। সেও আমাকে অনেক পছন্দ করে। অধিনায়ক তার মায়ের কাছে আমার অনেক গল্প বলেছে। যে কারণে, এই বিশেষ দিনে আমাকে তাদের বাসায় নিয়ে এসেছে।’

এর বাইরে ভালোবাসা দিবসে আর কী কী করেছেন? ‘আসলে একটু ঘুরতে যাওয়া,সতীর্থদের সঙ্গে ছবি তোলা-এই আরকি। আবার কবে অনুশীলনে ফিরবেন? গোয়ার ম্যাচটি খেলে আসার পরতো অনুশীলন করিনি। তাছাড়া ওই ম্যাচ থেকেই আমার জ্বর ছিল। জ্বর নিয়েই ৯৫ মিনিট খেলেছি। এখন ভালো আছি। দুই দিনের ছুটি শেষ হওয়ার আগে আমি নিজেই অনুশীলন শুরু করবো’-কলকাতা থেকে জাগো নিউজকে বলছিলেন সানজিদা।

২০ দিনের লম্বা বিরতি লিগের। এ সময়ে কি দেশে এসে ঘুরে যাবেন? ‘না। আমি লিগ শেষ করেই ফিরবো’-জবাব সানজিদার। দেশে নারী ফুটবল লিগের দলবদল চলছে। দেশের লিগের দলবদলের কোনো খোঁজ-খবর আছে? সানজিদা বললেন,’আমার কাছে কোনো খোঁজ খবর নেই। আপনারাই ভালো জানেন।’

ইন্ডিয়ান লিগ শেষ হবে ২৪ মার্চ। আপনার দল ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ২৩ মার্চ। বাংলাদেশের লিগ শুরু হতে পারে মার্চের তৃতীয় সপ্তাহে। কোনো ক্লাব থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছে? ‘না। আমার সঙ্গে কোনো ক্লাব থেকে যোগাযোগ করেনি। বলতেও পারবো না কোন কোন ক্লাব খেলছে এবং কারা কেমন দল করছে’-বলছিলেন সানজিদা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent