চট্টগ্রামে আটকে গেলো মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ছোঁয়া হয়নি মোহামেডানের। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল এবারো গড়েনি সাদা-কালোরা। তারপরও চলতি মৌসুমে মোহামেডান ভালই পারফরম্যান্স করছে মাঠে। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের রানার্সআপ, লিগেও এগিয়ে চলছে দুইয়ে থেকে।

পয়েন্ট টেবিলে কিংসের সঙ্গে পার্থক্য কমিয়ে আনার ভালো সুযোগ ছিল তাদের চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচটি। মোহামেডান সে সুযোগ কাজে লাগাতে পারেনি। ময়মনসিংহে মোহামেডানকে গোলশূন্য রুখে দিয়েছে চট্টগ্রামের দলটি।

২০ মিনিটে সানোয়ার দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। একজন কম নিয়ে খেলা দলটিকে রুখে দিয়েই মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা দলটি।

জিতলে কিংসের সঙ্গে মোহামেডানের পার্থক্য থাকতো ২ পয়েন্ট। ড্র করায় পার্থক্য হয়ে গেলো ৪ পয়েন্ট। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আবাহনীর চেয়ে এগিয়ে গেছে ৪ ধাপ। দ্বিতীয় ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে চট্টগ্রাম আবাহনী।

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent