সানজিদাকে বরণ করলো ইস্টবেঙ্গল

উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলের উইঙ্গার সানজিদা আক্তার খেলতে গেছেন। একইসঙ্গে ইস্টবেঙ্গলেরও প্রথম বিদেশি নারী ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন। ভারতের নারী ফুটবল লিগে অংশ নিতে গতকাল বুধবার সন্ধ্যায় তিনি কলকাতা পৌঁছেছেন।

বিমানবন্দরে সানজিদাকে ফুল দিয়ে বরণ করেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কর্মকর্তারা। সেই ছবি ইস্টবেঙ্গল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে ‘আমাগো বাসায় স্বাগতম, সানজিদা!’

এদিকে ভারতের নারী লিগে খেলছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি খেলছেন কিকস্টার্ট ফুটবল ক্লাবে। বুধবার এই ক্লাবের জার্সিতে অভিষেক হয়েও গেছে দক্ষিণ এশিয়ার এই গোলমেশিনের।

অভিষেক ম্যাচে সাবিনা খাতুন ৮৭ মিনিট খেলেছেন। তার দল গোলশূন্য ড্র করেছে এই ম্যাচে। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সাবিনাদের ক্লাব।

সানজিদাদের ইস্টবেঙ্গল এফসির পরের ম্যাচ ৩০ জানুয়ারি কলকাতায় স্পোর্টস ওড়িশার বিপক্ষে। এ ম্যাচ দিয়ে ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হতে পারে বাংলাদেশ ফুটবলের পোস্টারগার্লের।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent