মঙ্গলবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল

আগামীকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৩৫তম ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। দেশের ৩ ভেন্যুতে এ বছর ৩টি গ্রুপে ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

উদ্বোধনী দিনে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় গ্রুপ ‘সি’ ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফর্টিস ফুটবল ক্লাব একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তবে উদ্বোধনী দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ‘এ’ গ্রুপের একটি ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি পরস্পরের সঙ্গে মোকাবেলা করবে।

৩টি গ্রুপে বিভক্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি দল ফেডারেশন কাপে প্রথম পর্বে লিগভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

দেশের তিনটি ভিন্ন ভিন্ন ভেন্যু বসুন্ধরা কিংস এরিনা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি এবং মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ফেডারেশন কাপ ফুটবলের চারটি কোয়ার্টার ফাইনাল যথাক্রমে ২, ১৬, ২১ এবং ৩০ এপ্রিল, দুটি সেমিফাইনাল ৭ এবং ১৪ মে এবং ফাইনাল ম্যাচ ২১ মে অনুষ্ঠিত হবে।

ফেডারেশন কাপের গ্রুপিং

‘এ’ গ্রুপ: বাংলাদেশ পুলিশ এফসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

‘বি’ গ্রুপ: আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।

‘সি’ গ্রুপ: বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস এফসি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent