বাফুফে-ক্যাবরেরা চুক্তি নবায়ন : থাকছেন আরো এক বছর

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আরো এক বছর থাকছেন দায়িত্বে। ৩১ ডিসেম্বর তার সঙ্গে বাফুফের চুক্তি ছিল।

দায়িত্বের দ্বিতীয় বছরে ক্যাবরেরার পারফরম্যান্সে খুশি বাফুফে। তাই এই স্প্যানিশের চুক্তি নবায়ন করেছেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি থাকবেন রাকিব-ফাহিমদের কোচ।

২০২২ সালে জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হয়েছিলেন ক্যাবরেরা। মেয়াদের প্রথম বছর তার অধীনে জাতীয় দলের পারফরম্যান্স আশানুরুপ না হলেও এই স্প্যানিশের ওপর আস্থা রেখে চুক্তি নবায়ন করেছিল বাফুফে।

মেয়াদের দ্বিতীয় বছর অর্থাৎ ২০২৩ সালে ক্যাবরেরার অধীনে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্ব টপকে উঠেছে দ্বিতীয় রাউন্ডে।

এ রাউন্ডে বাংলাদেশ দারুণ নৈপূণ্য দেখিয়ে ড্র করেছে লেবাননের মতো দলের সঙ্গে। তার অধীনে এশিয়ান গেমসে চীনের মতো শক্তিশালী দলকে রুখে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।সূত্র: জাগোনিউজ২৪.কম

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent