আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে মালি তৃতীয়

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল খেলার আর্জেন্টিনার স্বপ্ন চুরমার হয়েছে সেমিফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে।

ম্যারাডোনা-মেসির দেশের কিশোরদের শেষ টার্গেট ছিল তৃতীয় হয়ে দেশে ফেরার। তাও পারেনি। এবার তাদের স্বপ্ন ভেঙ্গেছে আফ্রিকার দেশ মালি। শুক্রবার ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে মালি।

মালি প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। ৯ মিনিটে আফ্রিকার দেশটি লিড নেয় ইব্রাহিম দিয়ারার গোলে। বিরতির বাঁশির আগে ব্যবধান দ্বিগুণ করেন মামাদৌ দুম্বিয়া। বিরতির পর খেলতে নেমে ব্যবধান ৩-০ করতে মাত্র ৩ মিনিট সময় নিয়েছিল মালি। গোল করেন হামিদৌ মাকালৌ।

যুবাদের এই বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে জার্মানি ও ফ্রান্স। শনিবার সন্ধ্যায় মানাহান স্টেডিয়ামে হবে ফাইনাল।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent