বিশ্বকাপ বাছাই

বাংলাদেশ-মালদ্বীপ ‘ফাইনাল’ মঙ্গলবার

জিতলে দ্বিতীয় রাউন্ড। হারলে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ড থেকেই বিদায়। তখন প্রায় এক বছর পর খেলার সুযোগ মিলবে এশিয়ান কাপের প্লে-অফে। এমন এক সমীকরণ সামনে রেখে আগামীকাল (মঙ্গলবার) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে ৬ টায়।

দেশের ফুটবলের জন্য মহামূল্যবান এই ম্যাচটি নিয়ে দর্শকের আগ্রহ অনেক। ম্যাচটি কিভাবে দেখা যাবে, টিকিটের দাম কত এবং টিকিট কোথায় পাওয়া যাবে তা জানতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন।

বাংলাদেশ ও মালদ্বীপের ম্যাচটির টিকিটের সর্বোচ্চ মূল্য ভিআইপি ৫০০ টাকা। ভিআইপি ছাড়াও আরো দুই ক্যাটাগরির টিকিট ছাড়া হবে দর্শকদের জন্য। ক্যাটাগরি-১ এর টিকিটের মূল্য ২০০ টাকা এবং ক্যাটাগরি-২ এর টিকিটিরে মূল্য ১০০ টাকা।

টিকিট পাওয়া যাবে প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল ও বসুন্ধরা (আবাসিক) শাখায়। যারা টিকিট পাবেন না বা মাঠে এসে খেলতে দেখতে পারবেন না তাদের জন্য খবর হলো দুটি বেসরকারী টিভি চ্যানেল ম্যাচটি সম্প্রচার করবে। একটি নিউজ-২৪ এবং অন্যটি টি-স্পোর্টস।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent