এশিয়ান গেমস নারী ফুটবল

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে বাংলাদেশের


শুক্রবার বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য আরেকটি ঐতিহাসিক দিন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায় সাবিনারা প্রথমবারের মতো খেলতে নামবেন এশিয়ান গেমসে। চীনের হাংজুর ওয়েনজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপান।

এই ম্যাচ দিয়েই এশিয়ার ও বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি জাপানের বিপক্ষে প্রথম মোকাবিলা হবে বাংলাদেশের। বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ ও জাপানের আগে ম্যাচ হলেও জাতীয় দলের আগে কখনো দেখা হয়নি।

এশিয়ান গেমস নারী ফুটবলে বাংলাদেশ খেলছে ‘ডি’ গ্রুপে। অন্য দুই প্রতিপক্ষ ভিয়েতনাম ও নেপাল। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৫ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে এবং শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ২৮ মার্চ।

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় নারী ফুটবল দলের ডাগআউটে অভিষেক হবে কোচ সাইফুল বারী টিটুর। গোলাম রব্বানী ছোটনের পদত্যাগের পর বাফুফে এশিয়ান গেমসের জন্য সাইফুল বারী টিটুকে নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

জাপানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সাইফুল বারী টিটু বলেছেন,’খেলোয়াড়-কোচ সবার জন্যই কঠিন ম্যাচ। ম্যাচটি যতটা প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায় সে চেষ্টাই আমাদের করা উচিত। খেলোয়াড়দের আমরা নির্ভার রাখার চেষ্টা করছি। মেয়েদের বলেছি, ম্যাচের ফল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। ফল যা হওয়ার হবে, তোমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে খেলতে হবে।’

কেমন দল পাঠিয়েছে জাপান? বাংলাদেশ কোচ বলেছেন,’আমরা যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে। জাপান বিশ্বকাপ খেলা দলটিই এসেছে। আমরা জাপানের বিশ্বকাপের ম্যাচগুলোই নিয়েই মেয়েদের সঙ্গে কাজ করেছি। কিভাবে তারা ফ্রিকিক মারে, কিভাবে কর্নার নেয়-এগুলো মেয়েদের দেখানোর চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা হলো এই ম্যাচে মেয়েদের জন্য শিক্ষণীয় বিষয় হবে। কারণ, এই লেভেলের দলের সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি। তাদের চেয়ে ফিজিক্যালি ও ট্যাকটিক্যালি আমার অনেক পিছিয়ে। এ ধরণের দলের বিপক্ষে যেহেতু খেলা হয় না তাই আমাদের চেষ্টা থাকবে যতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা যায়।’

অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন,’আগামীকাল আমাদের এশিয়ান গেমসে প্রথম ম্যাচ শক্তিশালী জাপানের বিপক্ষে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যাতে ম্যাচটি ভালোভাবে খেলতে পারি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent