স্পোর্টস ডেস্ক : ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৮:১০:০৫
২০২১ সালের মে মাসে বার্সার জার্সিতে সর্বশেষ ফ্রি-কিক থেকে কোনো গোল করেছিলেন লিওনেল মেসি। মৌসুমের একেবারে শেষ মুহূর্তে ছিল ওই গোলটি। এরপরের মাসেই (জুন) তো তিনি বার্সা ছেড়ে যোগ দেন পিএসজিতে। কিন্তু মেসি চলে যাওয়ার পর বার্সা ফুটবলারদের ব্যক্তিগত ক্যারিশমাও হ্রাস পেয়েছে অনেকটা।
সেটা এমনই যে, গত প্রায় ২ বছর ৪ মাসে কোনো ফুটবলার বার্সার হয়ে ফ্রি-কিকে গোল করতে পারেনি। অবশেষে বার্সা সমর্থকদের ভুলতে বসা ফ্রি-কিক থেকে পাওয়া গোলের স্বাদ দিলেন ফেরান তোরেস। শনিবার রাতে নিজেদের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোলটি করেন তোরেস। বার্সাও জিতলো ৫-০ গোলর বিশাল ব্যবধানে।
দুই পর্তুগিজ ফুটবলার হোয়াও ফেলিক্স এবং হোয়াও ক্যান্সেলোর অভিষেক হয়েছিলো আগের ম্যাচেই। কিন্তু ওই ম্যাচে তারা নেমেছিলেন বদলি হিসেবে। শনিবার রাতে ঘরের মাঠে রিয়াল বেটিসের হয়ে সেরা একাদশেই ছিলেন তারা দু’জন। দুই পর্তুগিজই এই ম্যাচে বার্সার হয়ে স্কোরের খাতা খুললেন। সঙ্গে গোল করলেন বার্সার আরও তিন আইকনিক ফুটবলা- রবার্ট লেওয়ানডস্কি, ফেরান তোরেস এবং রাফিনহা।
সব মিলিয়ে ঘরের মাঠে রিয়াল বেটিসকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা প্রথমবারের মত লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ২৫তম মিনিটেই প্রথম গোল করেন হোয়াও ফেলিক্স। রিয়াল বেটিসের জালে গোলের উৎসবও শুরু তখন। এর সাত মিনিট পরই, ম্যাচের ৩২তম মিনিটে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ২-০ গোলে প্রথমার্ধ শেষ করে বার্সা।
৬২তম মিনিটে অসাধারণ এক ফ্রি কিক থেকে বার্সার হয়ে তৃতীয় গোল করেন ফেরান তোরেস। ডিফেন্সিভ ওয়ালের মাথা ঘেঁষে শটটি নেন তিনি। বল গোলরক্ষক রুই সিলভাকে ফাঁকি দিয়ে চলে যায় বেটিসের জালে। ২০২১ সালের মে মাসে সর্বশেষ বার্সার হয়ে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন মেসি। এরপর এই প্রথম কেউ ফ্রি কিক থেকে গোল করলো বার্সার জার্সিতে।
৬৪তম মিনিটে ফেরান তোরেসের পরিবর্তে মাঠে নামেন রাফিনহা। এর দুই মিনিট পরই গোল করেন তিনি। ৬৬ মিনিটে রাফিনহার করা গোলটি ছিল দলের হয়ে চতুর্থ। হোয়াও ক্যান্সেলো দলের হয়ে পঞ্চম এবং নিজের প্রথম গোল করেন ৮১তম মিনিটে।
ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেন, ‘এটা কোনো পারফেক্ট ম্যাচ ছিল না। আমাদের অনেক কিছুতেই উন্নতি করতে হবে। তবে, আজ দুর্দান্ত পারফরম্যান্স করেছে ছেলেরা।’
Rent for add