স্পোর্টস ডেস্ক : ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ২৩:৫২:১৫
বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন ম্যানইউ উইঙ্গার অ্যান্টোনি। কিন্তু তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রেমিকা। যে মামলার তদন্ত শুরু হয়েছে এরই মধ্যে। এই কারণে ব্রাজিল ফুটবল কনফেডারেশন দল থেকে বাদ দিয়েছে অ্যন্টোনিকে।
চলতি সেপ্টেম্বরেই বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের স্কোয়াডেই অ্যান্টোনিকে রেখেছিলেন কোচ ফার্নান্দো দিনিজ। এরই মধ্যে শুরু হয়েছে অ্যান্টোনির বিপক্ষে তার প্রেমিকার করা অভিযোগের তদন্ত। সুতরাং, বাদ পড়া অ্যান্টোনির পরিবর্তে ব্রাজিল দলে নেয়া হয়েছে আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুসকে।
ব্রাজিলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত জুন মাসেই অ্যান্টোনির বিরুদ্ধে পুলিশে নির্যাতনের অভিযোগ এনেছেন তার সাবেক প্রেমিকা গ্র্যাব্রিয়েলা। এই অভিযোগের তদন্তে নেমেছে সাও পাওলো ও ম্যানচেস্টার পুলিশ।
চলতি বছরের শুরুতে ১৫ জানুয়ারি ম্যানচেস্টারেরে একটি হোটেল অ্যান্টোনি তাকে নিপীড়ন করে বলে অভিযোগ গ্যাব্রিয়েলার। অ্যান্টোনি গ্যাব্রিয়েলার সঙ্গে ঝগড়ার কথা স্বীকার করলেও শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন।
আন্তনি বলেন, ‘এসব অভিযোগ একদমই মিথ্যা। প্রমাণ তৈরির কাজ চলছে, সব প্রমাণ তৈরি হলে দেখাবো আমি নির্দোষ। পুলিশ আশা করি আমার নির্দোষ থাকার সত্যতা খুঁজে পাবে।’
Rent for add