নিজস্ব প্রতিবেদক : ৭ জুলাই ২০২৩, শুক্রবার, ১৯:০০:০৭
ব্রাজিলের ক্লাবে খেলবেন-এমন স্বপ্ন নিয়ে গত ফেব্রুয়ারিতে পেলে-নেইমারদের দেশে গেছেন বাংলাদেশের ফুটবলার নাজমুল আকন্দ। ব্রাজিলের সাও পাওলোর তৃতীয় বিভাগের একটি ক্লাবে ট্রায়ালের আমন্ত্রণ পেয়ে তিনি সেখানে গেছেন। রংপুরের পীরগঞ্জের এ যুবক খেলতে গিয়ে হয়ে গেছেন ব্রাজিলের জামাই।
কিছুদিন আগে তিনি ব্রাজিলের এক মেয়েকে বিবাহ করেছেন। নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ের কথা জানান দিয়েছেন নাজমুল। পরিচয় হওয়ার ১১ দিনের মাথায় দুইজন বিবাহ করেন। মেয়ের আগে নাম ছিল জেনিফার। ইসলাম ধর্ম গ্রহণের পর নাজমুল তার নববধুর নাম রেখেছেন আসমা।
আসমার বাবা-মা থাকেন মিনাস শহরে। ২৪ বছর বয়সী আসমা সাও পাওলো তে মেডিকেলে পড়ে। সেখানে একটি বাসা ভাড়া করে থাকেন। আসমার ঘরই এখন রংপুরের নাজমুল আকন্দের ঠিকানা।
নাজমুল যখন টাকার অভাবে ব্রাজিলে যেতে পারছিলেন না তখন সহযোগিতার হাত বাড়িয়েছিলেন দেশের খেলাধুলার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি নাজমুলকে ব্রাজিল যাওয়ার বিমানভাড়া বাবদ ৩ লাখ টাকা দিয়েছিলেন।
Rent for add