সেই ভুটানের বিপক্ষে কাল গুরুত্বপূর্ণ ম্যাচ

সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল (বুধবার) ভুটানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। যে ম্যাচের ওপর নির্ভর করছে জামাল ভূঁইয়াদের সেমিফাইনালে খেলা না খেলা।

কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় অস্বস্তি বাংলাদেশ শিবিরে। দলের তারকা ডিফেন্ডার তারিক কাজীকে এই ম্যাচে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে শেষদিকে চোট পাওয়া তারিক আজও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ যখন ১-১ গোলে এগিয়ে চলছিল, তখন ৬৭ মিনিটে প্রত্যাশিত লিড এনে দিয়েছিলেন তারিক রায়হান কাজী। ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি।

৮৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের বাজে ফাউলের শিকার হয়ে মাঠের বাইরে চলে যান তারিক। তার পরিবর্তে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মাঠে নামান তরুণ মেহেদী হাসানকে।

তারিকের করা ২-১ লিড পরে ৩-১ বানিয়েছিলেন আরেক তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন। পায়ের ব্যথার কারণে সতীর্থদের সঙ্গে মালদ্বীপ-বধের আনন্দটা করতে পারেননি তারিক। তাকে হাসপাতালে যেতে হয়েছিল পায়ের এক্স-রে করাতে। -সূত্র : জাগোনিউজ২৪.কম 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent