ফেডারেশন কাপ ফুটবল

১৪ বছর পর ফাইনালে মুখোমুখি মোহামেডান-আবাহনী

 

 

ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে টপ ফেবারিট বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল মোহামেডান।

আজ (মঙ্গলবার) দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ হয়েছে আবাহনী।

যার ফলে দীর্ঘ ১৪ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী-মোহামেডান।

২০০৯ সালে সর্বশেষ এই দুই দল ফেডারেশন কাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।

তারপর আবাহনী কয়েকবার ফাইনালে উঠলেও মোহামেডান উঠেছে ১৪ বছর পর। এবারও তারা পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী সেই আবাহনীকেই।

আজ আবাহনীর সহজ জয়ে জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। অন্য গোলটি করেছেন রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস।

আগামী ৩০ মে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে আকাশি-হলুদ আর সাদা-কালো শিবির।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent