নিজস্ব প্রতিবেদক : ৩ মে ২০২৩, বুধবার, ৬:৩৪:৫৪
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও মতিঝিলের বাফুফে ভবন সংলগ্ন মাঠের দুটি টার্ফই পুরনো হয়ে গেছে। এই দুই মাঠে নতুন টার্ফ বসতে যাচ্ছে। মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি কাজী মো. সালাউদ্দিন জানিয়েছেন নতুন বরাদ্দ পাওয়ার কথা।
তিনি বলেছেন, ‘আমাদের ফিফা ফরোয়ার্ড প্রোগ্রাম আছে। সে প্রোগ্রামে আগে একটা ফান্ড ছিল আমাদের কক্সবাজারে ট্রেনিং সেন্টার তৈরির জন্য। এর সঙ্গে আরেকটি নতুন একটা ফান্ড যোগ হয়েছে। আগেরটা আমরা ব্যবহার করতে পারিনি। কারণ, এখানে একটা প্রক্রিয়া আছে। ওই প্রজেক্টের শর্তই হলো জমি আমাদের হতে হবে। অনেক দিন ধরে আমরা জমির পেছনে দৌড়াচ্ছিলাম। আমরা কক্সবাজারে জমি পেয়েছি। এখন যে কাজটি বাকি আছে, সেটা হলো ওই জমির ওপর ডিজাইন করতে হবে। ওই ডিজাইন ফিফাকে পাঠাবো। ফিফা অনুমোদন দিলে আমাদের কাজ আরম্ভ হবে। সে জন্য আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে ওপেন টেন্ডারে যাওয়ার।’
নতুন ফান্ড প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, ‘ফিফা আমাদের পরামর্শ দিয়েছে, কমলাপুর ও বাফুফে ভবন সংলগ্ন টার্ফ- এ দুইটার বয়স প্রায় ৯-১০ বছর হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে, টার্ফের অবস্থাও ভালো না। এখানে আমাদের দুইটা নতুন টার্ফ বসানোর সম্ভাবনা আছে। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আমাদের যে লিজের চুক্তি আছে সেটা কমপক্ষে ১০ বছর থাকতে হবে। এখন আমাদের চুক্তির মেয়াদ আরো ৯ বছর আছে। এর সঙ্গে দুই বছর যোগ হলে আমরা ফিফায় আবেদন করতে পারবো। তখন দুইটা টার্ফ আমরা পরিবর্তন করতে পারবো।’
টার্ফ বসানোর জন্য নতুন এই প্রজেক্টের জন্য বাফুফে পাবে আরো ৩ মিলিয়ন মার্কিন ডলার। আগে কক্সবাজারে ট্রেনিং সেন্টার তৈরি জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩.৬২ মিলিয়ন ডলার। কমলাপুর ও বাফুফে ভবনের টার্ফের জন্য ৩ মিলিয়ন ডলারের পুরোটা খরচ না হলে বাকি অর্থ যোগ হবে কক্সবাজারের খুনিয়াপালংয়ে ট্রেনিং সেন্টার নির্মাণ কাজে। সূত্র : জাগোনিউজ২৪.কম
Rent for add