বাংলাদেশ প্রিমিয়ার লিগ

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে তিনে উঠলো মোহামেডান

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোলদাতাদের শীর্ষে উঠলেন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ১১ গোল নিয়ে মালির এই ফরোয়ার্ড বসলেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ডরিয়েলটনের পাশে। দিয়াবাতের জোড়া গোলে মোহামেডান জিতলো ২-১ ব্যবধানে। এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসলো সাদা-কালোরা।

মুন্সিগঞ্জ স্টেডিয়ামে ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন সোলেমান দিয়াবাতে। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী চড়াও হয়ে খেলতে তাকে ম্যাচে ফিরতে। সফলতাও আসে ৮১ মিনিটে। মো. তারেকের গোলে ব্যবধান কমায় চট্টলার দলটি। তবে দ্বিতীয় গোল করে ম্যাচে তারা ফিরতে পারেনি। পঞ্চম হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে পড়ে রইলো তারা।

লিগে মোহামেডানের এটি পঞ্চম জয়। নতুন কোচ আলফাজ আহমেদের নেতৃত্বে দ্বিতীয় পর্বে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট তুলে নিলো এখনো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারা দলটি। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট মোহামেডানের। শেখ জামালের পয়েন্ট সমান হলেও গোলগড়ে তারা নেমে গেছে চতুর্থ স্থানে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent