২ গোলে এগিয়ে থেকেও ড্র আর্সেনালের, জমে উঠলো শিরোপা লড়াই

কী হলো আর্সেনালের? নিশ্চিত শিরোপা কী তবে হারিয়ে ফেলবে তারা? ইংলিশ প্রিমিয়ার লিগ যে সত্যিই কঠিন- তা টের পাচ্ছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান ছিল। কিন্তু টানা দুই ম্যাচ ড্র করে এখন সেই ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনার জোর সম্ভাবনা তৈরি করেছে আর্সেনাল নিজেরাই।

রোববার রাতে ১০ মিনিটের মধ্যে দুই গোল দিয়েও শেষ পর্যন্ত ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গানাররা। আগের ম্যাচেও লিভারপুলের বিপক্ষে ঠিক একই ঘটনা ঘটেছিলো আর্সেনালের। ২ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিলো তারা।

ওয়েস্টহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৪। এক ম্যাচ কম খেলে, অর্থ্যাৎ ৩০ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৭০। সিটি যদি পরের ম্যাচ জিতে যায়, তাহলে সমান ৩১ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৭৩। সে ক্ষেত্রে আর্সেনালের সঙ্গে ব্যবধান দাঁড়াবে মাত্র ১ পয়েন্টের। ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানইউ।

ওয়েস্টহ্যামের সঙ্গে এই ড্রয়ের ফলে স্পষ্টই বোঝা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই কতটা জমে উঠেছে। এখন জোর দিয়ে বলা যাবে না যে আর্সেনালই শিরোপা জিতবে। আগের দুই ম্যাচের মত আর একটি ম্যাচে হোঁচট খেলেই তারা পেছনে পড়ে যাবে।

ম্যাচের সপ্তম মিনিটেই পায়ের আলতো ছোঁয়ায় ওয়েস্টহ্যামের জালে বল জড়িয়ে দেন গ্যাব্রিয়েল হেসুস। এর মাত্র তিন মিনিট পরই মার্টিন ওডেগার্ড দুর্দান্ত এক ভলিতে গোল করে আর্সেনালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

১০ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর্সেনাল ধরেই নিয়েছিলো তারা জিততে যাচ্ছে। সম্ভবত সে কারণে ম্যাচে নিয়ন্ত্রনের রশিটা একটু হালকা করে দেয় তারা। এ সুযোগই গ্রহণ করে ওয়েস্টহ্যাম। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে সাইদ বেনরাহমান গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর ৫৪তম মিনিটে গোল করে জ্যারড বোয়েন। ২-২ গোল সমতা ফিরে আসে ম্যাচে।

এরপর দুই দলই চেষ্টা করেছিলো আরও একটি গোল করে এগিয়ে যাওয়ার। কিন্তু লাভ হলো না কোনো পক্ষেরই।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent