পরের রাউন্ডে চোখ রেখে সিঙ্গাপুর যাচ্ছেন রুমা-জয়নবরা

পরের রাউন্ডে চোখ রেখে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ। ২৬ থেকে ৩০ এপ্রিল সিঙ্গাপুরে বসছে কিশোরী ফুটবলারদের এই টুর্নামেন্ট। বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ তুর্কিমিনস্তান ও স্বাগতিক সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে পরের রাউন্ডের টিকিট।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৬ এপ্রিল তুর্কমেনিস্তানের বিপক্ষে এবং শেষ ম্যাচ ৩০ এপ্রিল সিঙ্গাপুরের বিপক্ষে। নারীদের এই দলটি প্রথমবারের মতো বিদেশে খেলতে যাচ্ছে। প্রথম সফরেই ভালো একটা ফল নিয়ে আসতে চান তারা।

রোববার বিকেলে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘২৮-২০ মার্চ আমরা ঘরের মাঠে সাফের টুর্নামেন্ট খেলেছি। এরপর দুই দিন মেয়েরা রিকভারি সেশন করেছে। তারপর থেকে অনুশীলন চলছে। সাফে মেয়েরা রাশিয়ার মত দলের বিপক্ষে খেলেছে। যে অভিজ্ঞতা হয়েছে সেটা আগামী আসরে আমরা কাজে লাগাতে চাই। রাশিয়া, ভারত, নেপালের মত প্রতিপক্ষের বিপক্ষে মেয়েরো খেলেছে। টুর্নামেন্টে মেয়েদের কিছু ভুলত্রুটি ছিল। আমরা সেগুলো নিয়ে কাজ করেছি। আগামী আসরে আমরা সেই ভুলত্রুটি গুলো শুধরে নিয়ে ভালো কিছু করবো।’

এই দলে নতুন হিসেবে সুযোগ পেয়েছেন তিনজন। তারা হলেন-জুঁই আক্তার, আফিয়া আক্তার ও উমেলা মারমা। কোচ বলেন, ‘আশা করছি, এই দল অন্যসব আসরের মত ভালো ফুটবল খেলবে। জয় নিয়ে ফিরবে। জয়নব ছাড়া দলের অন্য সকলেরই দেশের বাইরে প্রথম টুর্নামেন্ট হতে চলেছে। তাদের জন্য একটা বিরাট অভিজ্ঞতা হবে। বিদেশের মাটিতে প্রথম টুর্নামেন্ট খেলতে যাওয়া নিয়ে দলের সকলেই বেশ উৎসাহী। আশা করি দলের সকলেই ভালো কিছু উপহার দেবে। তবে আমাদের একটা সমস্যা আছে স্কোরিংয়ে। বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। ফিনিশিং নিয়ে আমরা কাজ করেছি।’

অধিনায়ক রুমা আক্তার বলেন, ‘আমরা সাফ খেলে এই বাছাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নিয়মিত হার্ড প্র্যাকটিস করছি। আমরা দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে চাই। আমাদের জন্য দোয়া করবেন।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent