রাতে মদিনা যাচ্ছে জাতীয় ফুটবল দলের এক অংশ

মার্চের ২০ থেকে ২৮ তারিখ সিলেটে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় ফুটবল দল ক্যাম্প করবে সৌদি আরবের মদিনায়। দুই ভাগে ভাগ হয়ে জাতীয় দলের সদস্যরা যাবে সৌদি আরব। শনিবার রাতে যাচ্ছে ১৩ সদস্যের দল।

বাংলাদেশ দলের প্রথম গ্রুপ মদিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে আজ শনিবার রাত দেড়টায় বাংলাদেশ বিমানযোগে। ১৩ জনের প্রথম গ্রুপে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ফিটনেস কোচ ইভান রাজলগ এবং ১১ জন ফুটবলার রয়েছেন।

এই ১১ ফুটবলার হলেন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া।

বসুন্ধরা কিংসের তারিক রায়হান কাজী লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর ছুটিতে ফিনল্যান্ড গেছেন। সেখান থেকে তিনি আজ শনিবার রওয়ানা দিয়ে রোববার মদিনা পৌঁছবেন। রোববার মদিনায় দলের সঙ্গে যোগ দেবেন নতুন সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও ফিজিও।

রোববার রাতে মদিনা রওয়ানা দেবে জাতীয় দলের দ্বিতীয় বহর। ওই বহরে জামাল ভূঁইয়া ছাড়াও থাকবেন আবাহনীর শহীদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, শেখ রাসেল ক্রীড়া চক্রের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, ফর্টিস এফসির মিতুল মারমা, মজিবুর রহমান জনি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান সজিব, মোহামেডানের শাহরিয়ার ইমন ও পুলিশ এফসির রবিউল হাসান।

ম্যানেজার ইকবাল হোসেন এবং অন্যান্য অফিসিয়ালরা দলের দ্বিতীয় বহরে থাকবেন।

প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ফুটবলার

বসুন্ধরা কিংস: আনিসুর রহমান জিকো, তারেক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া।

আবাহনী: শহীদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে।

শেখ রাসেল: জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম।

ফর্টিস এফসি: মিতুল মারমা, মজিবুর রহমান জনি।

মুক্তিযোদ্ধা: মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান সজিব।

মোহামেডান: শাহরিয়ার ইমন।

পুলিশ এফসি: রবিউল হাসান।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent