নিজস্ব প্রতিবেদক : ৪ মার্চ ২০২৩, শনিবার, ১৪:৫৬:৪২
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ফুটবলে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ও মেয়েদের বিভাগে রংপুর। শুক্রবার পল্টন ময়দানে ছেলেদের ফাইনালে রাজশাহী বিভাগ টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে রংপুর বিভাগকে। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য।
বাফুফে ভবন সংলগ্ন টার্ফে মেয়েদের ফুটবল ফাইনালে রংপুর বিভাগ ৬-২ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগকে। রংপুর বিভাগের জোড়া গোল করেছেন স্বপ্না রায়। অন্য গোলগুলো করেছেন রুপা, কল্পনা, শান্তি ও রিভানা। রাজশাহীর গোল করেছেন ফাল্গুনি ও মেহনাজ।
মেয়েদের বিভাগে তৃতীয় হয়েছে চট্টগ্রাম বিভাগ। স্থান নির্ধারণী ম্যাচে তারা ৫-২ গোলে হারিয়েছে ঢাকা বিভাগকে। চট্টগ্রামের হ্যাটট্রিক করেছেন মেনতি চাকমা। অন্য দুই গোল করেছেন লাবণ্য আক্তার রিতু। ঢাকা বিভাগের দুই গোল করেছেন ইতি আক্তার।
ছেলেদের বিভাগে তৃতীয় হয়েছে খুলনা বিভাগকে। বৃহস্পতিবার স্থান নির্ধারণী খেলায় তারা টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে সিলেটকে।
Rent for add