স্পোর্টস ডেস্ক : ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২৩:৩২:২৬
আগস্টে নতুন ফুটবল মৌসুমের প্রথম ম্যাচ সুপার কাপ আয়োজনে রাশিয়ান শহর কাজানকে দায়িত্ব দেয়া হলেও তা বাতিল করেছে উয়েফা। ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসনের কারণে উয়েফা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
২০১৮ বিশ্বকাপের স্বাগতিক শহর ছিল কাজান। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের বিজয়ীদের মাঝে মৌসুম শুরুর এ ম্যাচটি এই শহরে অনুষ্ঠিত হবার কথা ছিল। আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য ম্যাচটির নতুন ভেন্যু হিসেবে এথেন্সের জর্জিয়াস কারাইসকাকিস স্টেডিয়ামের নাম ঘোষণা করা হয়েছে। ইউরোপীয়ান সর্বোচ্চ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর থেকে রাশিয়ান জাতীয় দল উয়েফা ও ফিফার সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ আছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও বিভিন্ন ক্রীড়ার সর্বোচ্চ সংস্থাকে নির্দেশ দিয়েছে রাশিয়াকে যেন কোন ম্যাচ বা টুর্নামেন্টের স্বাগতিক করা না হয়।-বাসস
Rent for add