নিজস্ব প্রতিবেদক : ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার, ২০:১৮:৫৮
শেষের পথে নারী ফুটবল লিগ। ১২ দলের এই লিগের খেলা গড়িয়েছে ১০তম রাউন্ডে। ১০টি করে ম্যাচ খেলে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ৩০ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে আছে।
নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। যারা জিতবে, তারাই চ্যাম্পিয়ন। ড্র হলে দুই দলের মধ্যে হবে প্লে-অফ ম্যাচ।
নিজেদের দশম ম্যাচে রোববার বসুন্ধরা কিংস ১৯-০ গোলে হারিয়েছে এফসি ব্রাক্ষ্মণবাড়িয়াকে। ১৯ গোলের ৮টিই করেছেন দলের অধিনায়ক ও গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন। তিনি গোল করেছেন ৮, ১৩, ১৫, ৪৪, ৬৫, ৭৩, ৭৫ ও ৮২ মিনিটে।
হ্যাটট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার ও আনাই মোগিনি। জোড়া গোল করেছেন রিতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। একটি গোল করেছেন সুমাইয়া।
চলতি লিগে এটাই কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের বড় জয়টা ছিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের। তারা ১৪-০ গোলে জিতেছিল নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
অন্য ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়েছে উত্তরা ফুটবল ক্লাবকে। দলের একমাত্র গোলটি করেছেন রিপা ১৮ মিনিটে।
Rent for add