নিজস্ব প্রতিবেদক : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ২০:৪৪:৫৬
শুরুটা ভালো ছিল না বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। রহমতগঞ্জের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে নতুন মৌসুমে সূচনা করেছিল দলটি।
তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের খুঁজে পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রেকে ৩-২ গোলে হারিয়েছে শেখ জামাল।
শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গ্রানাডিয়ান ফরোয়ার্ড স্টুয়ার্টের জোড়া গোলে প্রথম জয় পেয়েছে শেখ জামাল। তিনি গোল করেছেন ৩১ মিনিটে ও ম্যাচ শেষ হওয়ার মিনিটখানেক আগে। অন্য গোলটি করেছেন কৌশিক বড়ুয়া। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গোল করেছেন নাজীম ও জাপানি সোমা ওতানি।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দ্বিতীয় হারে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারা প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে।
Rent for add