স্পোর্টস ডেস্ক : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার, ২০:৪৮:৫৪
মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ফুটবলে মোহামেডানের পথচলা থেমেছিল কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে হেরে বিদায় নিয়েছিল সাদাকালোরা। প্রথম টুর্নামেন্টে ব্যর্থতার পরিচয় দেওয়া দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর ফেডারেশন কাপও শুরু করেছে জয় দিয়ে।
মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।
প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেছিলেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। মালির এই ফরোয়ার্ডের একমাত্র গোলেই ফেডারেশন কাপের জয়যাত্রা করলো সাবেক চ্যাম্পিয়নরা। ৭৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি।
উদ্বোধনী দিনে ফেডারেশন কাপ ফুটবলের দুটি ম্যাচ হয়েছে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ট ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-০ গোলে হারিয়েছে উত্তরা আজমপুর ফুটবল ক্লাবকে।
প্রথমার্ধে শেখ জামাল ১-০ গোলে এগিয়েছিল। গোল করেছেন উজবেকিস্তানের ওতাবেক, কৌশিক ও মান্নাফ রাব্বী।
Rent for add